ভারত গত বছর ৬৬টি পদক পেয়েছিল। এ বার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬১টিতে। যদিও শ্যুটিং বাদ পড়েছে। ২০২২ কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে।
আরও পড়ুন: তৃতীয় বারেও সোনা জয়ের স্বপ্নভঙ্গ, ৭ গোল হজম করে হকিতে রুপো মনপ্রীতদের
এক নজরে দেখে নিন ২০২২ কমনওয়েলথ গেমসের পুরো পদকের তালিকা:
১) সোনা - পিভি সিন্ধু - ব্যাডমিন্টন মহিলা সিঙ্গলস
২) সোনা - লক্ষ্য সেন - ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস
৩) সোনা - নিখাত জারিন - বক্সিং মহিলা লাইট ফ্লাইওয়েট
৪) সোনা -ভিনেশ ফোগট - কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি
৫) সোনা - রবি কুমার দাহিয়া - কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি
৬) সোনা - নবীন - রেসলিং পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি
৭) সোনা - শরথ কমল - টেবিল টেনিস পুরুষ সিঙ্গলস
৮) সোনা - নিতু গাংঘাস - বক্সিং সর্বনিম্ন ওজন
৯) সোনা - অমিত পাঙ্গল - বক্সিং ফ্লাইওয়েট
১০) সোনা - বজরং পুনিয়া - কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি
১১) সোনা- সাক্ষী মালিক - কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি
১২) সোনা - দীপক পুনিয়া - কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি
১৩) সোনা - মীরাবাই চানু - ভারোত্তোলন মহিলাদের ৪৯ কেজি
১৪) সোনা - জেরেমি লালরিনুঙ্গা - ভারোত্তোলন পুরুষদের ৬৭ কেজি
১৫) সোনা - অচিন্ত্য শিউলি - ভারোত্তোলন পুরুষদের ৭৩ কেজি
১৬) সোনা - লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমনি সাইকিয়া, রূপা রানী তিরকি - লন বল মহিলাদের বিভাগ
১৭) সোনা - শরথ কমল, জি সাথিয়ান, হরমিত দেশাই, সানিল শেঠি - টেবিল টেনিস পুরুষ দল
১৮) সোনা - সুধীর - প্যারা পাওয়ারলিফটিং পুরুষদের হেভিওয়েট
১৯) সোনা - ভাবিনা প্যাটেল - মহিলাদের সিঙ্গলস ক্লাসেস ৩-৫
২০) সোনা- এলডহোস পল- পুরুষদের ট্রিপল জাম্প
২১) সোনা - শরথ কমল, শ্রীজা আকুলা - টেবিল টেনিস মিক্সড ডাবলস
২২) সোনা - সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠি - ব্যাডমিন্টন পুরুষদের ডাবলস
২৩) রুপো - ভারতের পুরুষ হকি দল
২৪) রুপো - ভারত মহিলা ক্রিকেট দল
২৫) রুপো - আংশু মালিক - কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি
২৬) রুপো - মুরালি শ্রীশঙ্কর - পুরুষদের লং জাম্প
২৭) রুপো - কিদাম্বি শ্রীকান্ত, সাত্ত্বিক সাইরাজ, সুমিত রেড্ডি, লক্ষ্য সেন, চিরাগ শেঠি, ট্রিসা জলি, আকাশী কাশ্যপ, অশ্বিনী পোনাপ্পা, গায়ত্রী গোপীচাঁদ, পিভি সিন্ধু - ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্ট
২৮) রুপো - শরথ কমাল, জি সাথিয়ান - টেবিল টেনিস মিক্সড ডাবলস
২৯) রুপো - বিকাশ ঠাকুর - ভারোত্তোলন পুরুষদের ৯৬ কেজি
৩০) রুপো - শুশীলা দেবী লিকমাবাম - জুডো মহিলাদের ৪৮ কেজি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।