বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি। নাগপুরে এক ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া, এখনও এক নম্বর টেস্ট দল হিসাবেই নিজেদের জায়গা ধরে রেখেছে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লক্ষ্যে ফের নামবে টিম ইন্ডিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন যে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করতে পারে প্যাট কামিন্সরা। দুই বছর আগে ডাউন আন্ডারে ফিরে এসেছিল ভারত। এবার এখন প্রশ্ন উঠছে যে প্রথম টেস্টে ওয়ার্নাররা যে ধরনের পারফরম্যান্স দেখিয়েছে, তাতে কি তারা দ্বিতীয় টেস্টে ফিরতে পারবে? অনেকেই বলছেন- অজিরা কি পারবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন… Ranji Trophy: দুই ক্যাপ্টেনের দ্বৈরথে মায়াঙ্ককে টেক্কা অর্পিতের, কর্ণাটককে হারিয়ে রঞ্জির ফাইনালে বাংলার মুখে সৌরাষ্ট্র
দুই বছর আগে, যখন ভারত তাদের বর্ডার-গাভাসকর ট্রফি রক্ষা করতে অস্ট্রেলিয়ায় নেমেছিল, তখন অ্যাডিলেড পিঙ্ক বল টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়দের বদলে দ্বিতীয় দল সেই সিরিজে ম্যাচ বাঁচাতে মাঠে নেমেছিল। কারণ সেই সময়ে বিরাট কোহলি বাড়ি ফিরে এসেছিলেন, সেই সময়ে আরও কয়েক জন সিনিয়র খেলোয়াড় চোটের কবলে পড়েছিলেন। ভারত তাদের দ্বিতীয় সারির দলকে মাঠে নামাতে বাধ্য হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে অস্ট্রেলিয়া হয়তো ভারতকে হোয়াইটওয়াশ করে দেবে। অজিঙ্কা রাহানের অধীনে ভারত, মেলবোর্নে বাউন্স ব্যাক করে, গাব্বাতে একটি অত্যাশ্চর্য জয়ের সাথে সর্বকালের সেরা প্রত্যাবর্তনের ইতিহাস লেখে। সিডনিতে একটি সাহসী ড্র করেছিল।
আরও পড়ুন… যে ভাবে গত ১-২ বছর খেলেছে, রাহুলের সুযোগ প্রাপ্য- প্রসাদের সঙ্গে একমত নন গাভাসকর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।