পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রীতিমতো রাগে ফুঁসছে গোটা দেশ। অপরাধীদের শাস্তির দাবিতে মুখর সকলে। সকলেরই চোখ শুধু টিভির পর্দায়, নতুন কোনও আপডেটের আশায়। নিহত এবং আহতদের পরিবারের ছবি দেখে অনেকেরই হয়ত চোখে জল এসেছে। ঠিক এমন সময়ই হঠাৎ পাকিস্তানি পোশাক শিল্পী ফরাজ মাননের সঙ্গে ছবি তুলে কটাক্ষের মুখে পড়লেন করিনা কাপুর খানকে।
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটার পরেই অন্যান্য সেলিব্রিটিদের মতো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন করিনা কাপুর খান। ইনস্টাগ্রাম স্টোরিতে নিহত এবং আহতদের পরিবারের জন্য প্রার্থনা করে পোস্টও করেন তিনি। কিন্তু এর মধ্যেই হঠাৎ পাকিস্তানি পোশাক শিল্পীর সঙ্গে তাঁর ছবি দেখে ক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রীকে।
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
গত ২৭ এপ্রিল করিনার একটি ছবি দেখে জানা গিয়েছিল যে তিনি দুবাই যাচ্ছেন। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন এই পাকিস্তানি পোশাক শিল্পী। দুবাই থেকেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ফরাজ, যার মধ্যে একটিতে দেখা গিয়েছিল করিনাকে। সেখান থেকেই তৈরি হয় বিতর্ক।
ফরাজের সঙ্গে যদিও এই প্রথমবার ছবি তোলেননি বেবো, এর আগেও বহুবার এই পাকিস্তানি পোশাক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু কাশ্মীরের ঘটনা ঘটার পরপরই এমন ছবি দেখেই বেবোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই। আর তাতেই নেটপাড়ার বাসিন্দাদের থেকে ‘নির্লজ্জ’, ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘গদ্দার’-এর মতো কথা শুনতে হল বেবোকে।
কী মন্তব্য নেটিজেনদের
ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘বলিউড বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারক শিল্পীদের দ্বারা শাসিত হয়।’ অন্য একজন লিখেছেন, 'একবার খান হয়ে গেলে তুমি কখনও কাপুর হতে পারবে না'। অন্য একজন লিখেছেন, ‘কীভাবে ছবিটা তুললেন? কী দিয়ে গড়া আপনারা? শুধুই টাকা আর খ্যাতি? অন্য কিছুর পরোয়া করেন না আপনারা?’
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
একজন অভিনেত্রীকে কটাক্ষ করে লিখেছেন,' লজ্জা!! আপনারা টাকা ছাড়া আর কিছুই চেনেন না। আপনাদের থেকে এটাই আশা করা যায়।' তবে ছবিটি কাশ্মীরের ঘটনাটি ঘটে যাওয়ার পরে না আগে তোলা, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, শুধু করিনা নন, শ্রীদেবী, রণবীর কাপুরের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন ফরাজ। এমনকি বহুদিন আগে করিশ্মা কাপুরের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। করিনার সঙ্গেও বহু বছরের পরিচয় এই ফরাজের।