By
Published 29 Apr, 2025
Hindustan Times
Bangla
দিল্লির বাড়ি থেকে ছেলে বায়ুর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। এই ছবিতে বাড়ির বাগানে দোলনা চড়তে দেখা যাচ্ছে বায়ুকে।
দিল্লির বাড়ির মেইন গেটের সামনে নীল ড্রেসে পোজ দিতে দেখা যাচ্ছে সোনম কাপুরকে।
ছোট্ট বায়ুর 'পটি ট্রেনিং'-এর জন্য বই পড়তেও দেখা যাচ্ছে সোনমকে। চ্ছে সোনমকে।
২ বছর ৯মাসের ছেলের সঙ্গে ঘরেই তার মতো করে খেলতে ও সময় কাটাতে দেখা যাচ্ছে সোনমকে।
ছোট্ট বায়ুর জামাকাপড়, টুপি সহ বেশকিছু সরঞ্জামের এক টুকরো ঝলক শেয়ার করেছেন সোনম।
বাড়ির মধ্যেই তার নিজের মতো করে খেলায় ব্যস্ত সোনম-আনন্দ পুত্র বায়ু।
ছেলেকে কোলে বসিয়েই জিমে গিয়ে শরীরচর্চা করতে দেখা গেল সোনম কাপুরকে।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন।