পহেলগাঁও হামলার পর কাঁটাতারের দুই পারেই উত্তাপ বাড়ছে। আর এর মাঝেই বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন কমেডিয়ান অভিষেক উপমন্যু! কিছুদিন আগেই মা বাবার যৌনতা নিয়ে মশকরা করায় আইনি জটিলতায় পড়েন রণবীর আল্লাহবাদিয়া। অসুস্থ শিশুকে নিয়ে মজা করায় সময় রায়নার উপর বিরক্ত হয়ে সুপ্রিম কোর্ট। এবার অভিষেকের মন্তব্যে ফুঁসছে নেটপাড়া। কিন্তু তিনি ঠিক কী করেছেন?
আরও পড়ুন: প্রেম চর্চার আগুনে ঘি, 'একটু কালো ছেলেই পছন্দ', জানালেন মাহভাশ! ইঙ্গিত কি চাহালের দিকে?
আরও পড়ুন: আবোল তাবোলের আঁকা ব্যবহার করলেও নাম নেই শিল্পীর! ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত'র পোস্টার ঘিরে বিতর্ক
কী ঘটেছে?
এক সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অভিজিৎ আইয়ার মিত্র সোশ্যাল মিডিয়ায় কাঁটাতারের ওপারের মহিলাদের উদ্দেশ্য করে অপমানজনক একটি পোস্ট করেন। তাঁর সেই এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে করা পোস্টের উত্তরে পাকিস্তানের এক ব্যক্তি যার টুইটার হ্যান্ডেল নেম @lilmisskhawaja তিনি লেখেন, 'জিরো ক্লাস। অপমান, অশ্রদ্ধা কখনই মশকরার সমান নয়। গোটা বিশ্ব তোমাদের দেশকে ধর্ষণকারীদের হাব হিসেবে দেখে। একদম ঠিক দেখে। এটা সাধারণ কোনও ভারতীয়ের কাছে মজা হতে পারে। পশ্চিমে তোমরা যে বর্ণবিদ্বেষের শিকার হও, তোমরা সেটারই যোগ্য।'
এই পোস্টের জবাবেই এই পাকিস্তানি ব্যক্তির উদ্দেশ্যে অভিষেক উপমন্যু লেখেন, 'হ্যাঁ।' অর্থাৎ সেই পাকিস্তানি ব্যক্তির যা বলেছেন সেটা একেবারেই ঠিক। এটার পরই চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। এক ব্যক্তি লেখেন, 'এসব কী অভিষেক?' আরেকজন লেখেন, 'আমি এতদিন ভাবতাম তুমি অন্তত ভালো। আর সেই ভাবনার জন্যই এবার আমার লজ্জা লাগছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ভারতীয় হয়ে পাকিস্তানিকে সমর্থন করছে। ভারতীয়দের অপমান করছে। ছিঃ!'

এই কটাক্ষের মুখে পড়ার পরই কি তবে নিজের এক্স হ্যান্ডেল দিকির করে দিয়েছেন? অন্তত তেমনটাই মনে করছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'অভিষেক উপমন্যুর অ্যাকাউন্টের কী হল?' কেউ আবার লেখেন, 'উনি কি ওঁর অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন? নাকি আমায় ব্লক করেছেন?' প্রসঙ্গত একদিকে যখন নেটিজেনরা অভিষেকের প্রোফাইল খুঁজে পাচ্ছেন না, মনে করছেন সেটা ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তখন যে পাকিস্তানি প্রফাইলের তরফে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করা হয়েছিল সেটাকে আপাতত আটকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর? আর একসঙ্গে নেই রাজদীপ-তন্বী?
বলাই বাহুল্য যেখানে পহেলগাঁও কাণ্ড নিয়ে সরগরম দেশের রাজনীতি, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ সেখানে এমন মন্তব্য করে বেশ ভালোই বিপাকে পড়েছেন অভিষেক উপমন্যু।