ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ম্যাডাম সেনগুপ্ত মুক্তি পেতে চলেছে শীঘ্রই। এদিন এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন?
আরও পড়ুন: ৪৮-এর উদযাপনে ব্লু থিমের পার্টি, বৈশাখীর জন্মদিনে তৃণমূল নেতাদের ভিড়! কুণাল-কল্যাণ সহ কে কে এলেন?
কী ঘটেছে?
ম্যাডাম সেনগুপ্ত ছবিটির গল্প আবর্তিত হবে আবোল তাবোল হত্যা রহস্যকে কেন্দ্র করে। আর সেই জন্যই এদিন মুক্তি পাওয়া এই ছবির পোস্টার জুড়ে রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল বইটির নানা আঁকা। হুঁকোমুখো হ্যাংলা থেকে প্যাঁচা প্যাঁচানি, বাবুরাম সাপুড়ে কেউই বাদ যাননি। আর মাঝে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বসু। আবোল তাবোল বইটির যে ছবিগুলো পোস্টারে ব্যবহৃত হয়েছে সেগুলো সমস্তই শিল্পী বিমল দাসের আঁকা সুকুমার রায়ের বইয়ের জন্য। কিন্তু পোস্টারে সেটার বা শিল্পীর কারও ঋণ স্বীকার করা হয়নি ম্যাডাম সেনগুপ্ত ছবিটির নির্মাতাদের তরফে। আর সেটা নিয়েই শুরু হয়েছে এদিন বিতর্ক।
ছবিটির পোস্টার শেয়ার করে এদিন জনপ্রিয় চিত্রশিল্পী দেবাশিস দেব ক্ষোভ উগরে দেন। কেন বিমল দাসের নাম নেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু তাই নয় ম্যাডাম সেনগুপ্ত ছবির নির্মাতাদের এই ভুল শুধরে নিতেও অনুরোধ করেন।
দেবাশিস দেব এদিন লেখেন, 'এই ছবির পোস্টার প্রয়াত শ্রী বিমল দাসের আঁকা সমস্ত ছবি ব্যবহার করেছে যা তিনি আবোল তাবোলের একটি এডিশনের জন্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ছবির পাবলিসিটি বিভাগ সেই প্রাপ্য ক্রেডিট দিতে ভুলে গেছেন পোস্টারের কোথাও।'
এরপর তিনি আরও লেখেন, 'আমি অবাক হয়ে যায়3যে কেন বারবার চিত্রশিল্পীরা এমন ঘটনার শিকার হন। আমার এই ছবির প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ রইল তাঁরা যেন এই ভুলটাকে দ্রুত শুধরে নেন।'
আরও পড়ুন: লরির দালালি করে, প্রায় না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন লোকেশ? সত্য প্রকাশ্যে এনে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: গান ভুলে হাতা-খুন্তিতে মন রূপঙ্করের, কম যান না গর্ভবতী অহনাও! কে কে আসছেন রান্নাঘরের বৈশাখী আড্ডায়?
ম্যাডাম সেনগুপ্ত প্রসঙ্গে
ম্যাডাম সেনগুপ্ত ছবিটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। আগামী ৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু। প্রতীক কুমার নন্দী নিবেদন করেছেন ছবিটিকে।