টলিউডে ফের কানাঘুষোয় বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায়ের সম্পর্কে নাকি ভেঙে গিয়েছে, এমনটাই চর্চা চলছে। যদিও এই বিষয়ে তেমন নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। বার দুই তারকার কেউই ঘোষণা করেননি এমন কিছু। তাও কেন এমন চর্চা শুরু হল?
আরও পড়ুন: প্রেম চর্চার আগুনে ঘি, 'একটু কালো ছেলেই পছন্দ', জানালেন মাহভাশ! ইঙ্গিত কি চাহালের দিকে?
আরও পড়ুন: আবোল তাবোলের আঁকা ব্যবহার করলেও নাম নেই শিল্পীর! ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত'র পোস্টার ঘিরে বিতর্ক
কী ঘটেছে?
তন্বী লাহা রায় ইদানিংকালে এমন একাধিক পোস্ট করেছেন বা পোস্টের ক্যাপশনে এমন কিছু জিনিস লিখেছেন যেটা দেখে নেটিজেনরা মনে করছেন 'কুছ তো গড়বড় হ্যায়!' তাঁর সেই পোস্ট দেখেই অনুরাগীদের অনুমান তাঁদের সম্পর্ক ভাঙনের মুখে। কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তন্বী বা রাজদীপ নিজেরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে কিছু জানাননি যেমন, তেমন ভাবেই সোশ্যাল মিডিয়ায় এখনও তাঁরা একে অন্যকে ফলো করেন। বা তাঁদের একসঙ্গে তোলা ছবিগুলো দুজনের প্রোফাইলেই বিদ্যমান। ফলে এটা নিছক জল্পনা নাকি বাস্তব সেটার উত্তর সময়ই দেবে। তবে টিভি ৯ বাংলার তরফে জানানো হয়েছে এই বিষয়ে জল্পনা রটলেও, তন্বী বা রাজদীপ কেউই কোনও মন্তব্য করতে চাননি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রাজদীপ এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তন্বী লাহা রায়ও এর আগে একটি সম্পর্কে ছিলেন। তাঁরা কেউই কখনও নিজেদের কোনও সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি। এমনকি নিজেদের সম্পর্কের কথাও ছবি, সুন্দর ক্যাপশনে মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। রাজদীপ এবং তন্বী প্রেম করছেন এই খবরটা যখন প্রকাশ্যে আসে তখন তাঁদের অনুরাগীরা দারুণ খুশি হয়েছিলেন।
আরও পড়ুন: আগের ১০ ভাগের ১ ভাগ শো-ও পাচ্ছেন না! কারণ ব্যাখ্যা করে কী বললেন লগ্নজিতা?
প্রসঙ্গত, বর্তমানে তন্বী লাহা রায়কে জি বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার -এ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল। জিতুর দিতিপ্রিয়াকে পছন্দ, আর তন্বীর চরিত্রটির পছন্দ জিতুকে। ফলে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক যে গড়ে উঠছে ধারাবাহিকের গল্পে সেটাই স্পষ্ট। এখন জিতুর সঙ্গে কার শেষ পর্যন্ত বিয়েটা হয় সেটাই দেখার।