বাংলা নিউজ > ময়দান > Litton Das in BAN vs IRE T20I: বাংলাদেশের T20 ইতিহাসে দ্রুততম অর্ধশতরান KKR-র লিটনের, স্ত্রী বললেন ‘হরে কৃষ্ণ’
পরবর্তী খবর
Litton Das in BAN vs IRE T20I: বাংলাদেশের T20 ইতিহাসে দ্রুততম অর্ধশতরান KKR-র লিটনের, স্ত্রী বললেন ‘হরে কৃষ্ণ’
1 মিনিটে পড়ুন Updated: 29 Mar 2023, 05:11 PM ISTAyan Das
Litton Das in BAN vs IRE T20I: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতরান হাঁকালেন লিটন দাস। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতরান। সবমিলিয়ে ৪১ বলে ৮৩ রান করেন কলকাতা নাইট রাইডার্সের তারকা।
লিটন দাস। (ছবি সৌজন্যে এএফপি)
স্বপ্নের ফর্মে আছেন বাংলাদেশের তারকা লিটন দাস। বুধবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতরান হাঁকালেন। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতরান। আর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকার সেই বিধ্বংসী ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিলেন লিটনের স্ত্রী সঞ্চিতা। সবমিলিয়ে ৪১ বলে ৮৩ রান করেন লিটন।
বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি বলে লিটন কোনও বাউন্ডারি পাননি। পঞ্চম বলে প্রথমবার বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে দেন লিটন। ব্যস! সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে আইরিশ বোলাররা নজর কেড়েছিলেন, তাঁদের ছিঁটেফোটা রেয়াত করেননি লিটন। মাত্র ১৮ বলে অর্ধশতরান পূরণ করেন বাংলাদেশের তারকা ওপেনার (৩৮ রানই আসে বাউন্ডারি থেকে - পাঁচটি চার এবং তিনটি ছক্কা)। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান।
সেখানেই অবশ্য থামেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন। আইরিশ বোলারদের তুলোধনা করতে থাকেন। শেষপর্যন্ত ১২ তম ওভারের শেষ বলে আউট হয়ে যান। ৪১ বলে ৮৩ রান করেন। স্ট্রাইক রেট ছিল ২০২.৪৩। ১০ টি চার এবং তিনটি ছক্কা মারেন। তবে যেভাবে আউট হন, তাতে হতাশ হবেন লিটন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন কেকেআরের নয়া তারকা। যাঁর দুরন্ত ফর্ম দেখে নিশ্চিতভাবে স্বস্তি পাবেন নাইট সমর্থকরা।
লিটনের স্ত্রী'র প্রশংসা
মাত্র ১৮ বলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করার পর লিটনকে অভিনন্দন জানান স্ত্রী সঞ্চিতা। ফেসবুক পোস্টে লিটনের স্ত্রী লেখেন, ‘অভিনন্দন স্বামী। হরেকৃষ্ণ।’ সেইসঙ্গে চুম্বন এবং নমস্কারের ইমোজিও পোস্ট করেন লিটনের স্ত্রী।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ১৭ ওভারে তিন উইকেটে ২০২ রান তুলেছে বাংলাদেশ। লিটনের বিধ্বংসী ইনিংসের মধ্যেই ২৩ বলে ৪৪ রান করেন অপর ওপেনার রনি তালুকদার। ২৪ বলে অপরাজিত ৩৮ রান করেন অধিনায়ক শাকিব আল হাসান। ১৩ বলে ২৪ রান করেন তোহিদ হৃদয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।