2 মিনিটে পড়ুন Updated: 03 Jul 2023, 09:16 AM ISTTania Roy
২০১১ সালে ট্রেন্ট ব্রিজের নটিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি টেস্টে ইয়ান বেলও কিছুটা জনি বেয়ারস্টোর মতোই একই ভাবে রানআউট হয়েছিলেন। কিন্তু সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রানআউটের আবেদন প্রত্যাহার করে ফের বেলকে মাঠে ফিরিয়ে এনেছিলেন। অজিরা কিন্তু সেটা করেনি।
গৌতম গম্ভীর এবং জনি বেয়ারস্টো।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে ক্রিকেট মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ক্যামেরন গ্রিনের বাউন্সার থেকে মাথা বাঁচিয়ে নেওয়ার পর বেয়ারস্টো বল কোথায়, সেটা ভুলেই গিয়েছিলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি সঙ্গে সঙ্গে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। রান আউট হয়ে যান বেয়ারস্টো। যদিও অনেকের মতে এটাকে স্টাম্পও বলা যায়। নিয়ম অনুযায়ী, এটা পরিষ্কার আউট ছিল। তবে অনেকেই মনে করছেন, এটি ক্রিকেটের নীতি বিরোধী। বিশেষ করে সরব হয়েছেন ব্রিটিশরা।
জনি বেয়ারস্টো উইকেটটা ম্যাচের বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়। বেয়ারস্টো আউট হওয়ার পরেও বেন স্টোকস লড়াই চালিয়ে গিয়েছিলেন। তাঁর দুর্দান্ত ১৫৫ রানের পরেও, ম্যাচ হেরে যায় ইংল্যান্ড। ৩৭১ রান তাড়া করতে নেমে ৩২৭ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশরা। এর পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরাতে থাকে ক্রিকেট মহলেন একাংশ। অজি ক্রিকেটারদের সঙ্গে প্রতারক তকমাও জুড়ে দেওয়া হয়। ভারতের কিংবদন্তি গৌতম গম্ভীরও এই প্রসঙ্গে কাউকে উদ্দেশ্য না করেই একটি খোঁচা মারা টুইট করেছেন। তিনি সেই টুইটে লিখেছেন, ‘আরে স্লেজাররা... খেলার স্পিরিট কি আপনাদের জন্যও প্রযোজ্য, নাকি এটা শুধু ভারতীয়দের জন্য?’ তার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, ‘পাজি শুধুমাত্র ভারতীয়দের জন্য... এখন ওরা কাঁদছে।’
প্রসঙ্গত, ২০১১ সালে ট্রেন্ট ব্রিজের নটিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে একটি টেস্টের ঘটনা এই প্রেক্ষিতে সবার আগে মনে আসবে। যে টেস্ট দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীরও। যেখানে ইয়ান বেল কিছুটা একই ভাবে রানআউট হয়েছিলেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ১৩৭ রানে ব্যাট করছিলেন। সেই সময়ে ইশান্ত শর্মার একটি ডেলিভারিতে তাঁর একটি শট চার হয়ে গিয়েছে ধরে নিয়ে ক্রিজ থেকে বের হয়ে ননস্ট্রাইকে থাকা ইয়ন মরগ্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু সেটি চার হয়নি। এবং প্রবীণ কুমার বাঁচিয়ে ছুঁড়ে দেন। এবং অভিনব মুকুন্দ উইকেট ভেঙে দেন। আউট হয়ে যান বেল।
এর পর চা-বিরতি হয়ে যায়। সেই সময়ে ভারতীয় দলকে বহু খারাপ কথা শুনতে হয়েছিল। কিন্তু সকলকে অবাক করে বেল চা-বিরতির পর আবার ব্যাট করতে নামেন। পরে জানা গিয়েছিল, সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চা-বিরতির সময়ে রানআউটের আবেদন প্রত্যাহার করে নেন। এর পর বেল আরও ২২ রান যোগ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।