
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: ২০২২ সালের ফিফার তরফে আন্তর্জাতিক রেফারিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন ১৮ জন ভারতীয় রেফারি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এআইএফএফের তরফে তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ভারতীয় রেফারি এবং সহকারী রেফারিরা যে ফিফার আন্তর্জাতিক তালিকায় জায়গা পেয়েছেন, তা নিশ্চিত করা হয়েছে। ১৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। ফিফা আয়োজিত আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব সামলানোর সুযোগ পাবেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা তাঁদের পোশাকে ফিফার ব্যাজও পরিধান করতে পারবেন। ফিফার মেম্বার দেশগুলোর মাধ্যমে তাঁদের কাছে নাম সুপারিশ করা হয়। সেই তালিকা থেকে ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
ভারতীয়দের মধ্যে থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন চার জন মহিলা। যাঁদের মধ্যে দু'জন রেফারি এবং দু'জন সহকারী রেফারি। ১৪ জন পুরুষ রয়েছেন এই তালিকাতে। যাঁর মধ্যে ৬ জন রেফারির পাশাপাশি জায়গা পেয়েছেন ৮ জন সহকারী রেফারিও।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ মরসুমের জন্য ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় স্থান পাওয়া পুরুষ এবং মহিলা রেফারি এবং সহকারী রেফারিদের।
∆ পুরুষ রেফারি :
তেজাস নাগভেন্কার, শ্রীকৃষ্ণ কোয়েম্বাটুর রামাস্বামী, রোয়ান আরমুগাম, ক্রিস্টাল জন, প্রাঞ্জল ব্যানার্জি, ভেঙ্কটেশ রামাচন্দ্রন।
∆ পুরুষ সহকারী রেফারি :
সুমন্ত দত্ত, অ্যান্থনি আব্রাহাম, টনি জোসেফ লুইস, ভাইরামুথু পরশুরাম, সমর পাল, কেনেডি সাপাম, অরুণ শশিধরন পিল্লাই, অসিত কুমার সরকার।
∆ মহিলা রেফারি :
রঞ্জিতা দেবী টেকচাম,কনিকা বর্মন।
∆ মহিলা সহকারী রেফারি :
রিওল্যাঙ্গ ধর,উভেনা ফার্নান্দেজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports