India vs Zimbabwe, 1st T20I: এর আগে ভারত টানা এক ডজন ম্যাচ জিতেছিল। ১৩ নম্বর ম্যাচে এসে হারতে হল তাদের। টানা টি২০ জয়ের নজিরের তালিকায় যুগ্ম ভাবে ভারত দুইয়েই থেকে গেল। এদিন জিতলে, এই তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে উঠে আসতে পারত। ইতিহাস লিখতে পারত শুভমন গিলরা।