WB Lok Sabha Election Latest Opinion Poll: বাংলায় BJP-র থেকে পিছিয়ে থাকবে TMC! আসন ধরে ধরে জানুন কে কোথায় জিততে পারে? Updated: 16 Apr 2024, 04:43 PM IST Abhijit Chowdhury লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে আর কয়েকদিনেই। এই আবহে ভোটের মাঝে আর জনমত সমীক্ষা প্রকাশ করা যাবে না নির্বাচন কমিশনের নিয়মে। এই আবহে আজ ইন্ডিয়া টুডে আজ প্রকাশিত করল সর্বশেষ জনমত সমীক্ষা। জানুন বাংলায় কোন দল কোন কোন আসনে জিততে পারে?