Ratan Tata Salary ₹2.5 Crores: তাঁর তৈরি সাম্রাজ্য ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বেতন নিতেন মাত্র... Updated: 10 Oct 2024, 12:12 PM IST Abhijit Chowdhury ১৯৯১ সালে টাটা গোষ্ঠীর প্রধান হয়েছিলেন রতন। এরপর ২০১২ সালে অবসর নেন। এই সময়কালে টাটা গোষ্ঠীকে এক নয়া উচ্চতায় নিয়ে যান রতন টাটা। এহেন রতন টাটা সংস্থার প্রধান হিসেবে কত টাকা বেতন নিতেন জানেন?