Capital Support To Oil Firms: রেকর্ড মুনাফা তেল কোম্পানিগুলির, ৩০০০০ কোটির মূলধনী সাহায্যের পরিকল্পনা বাতিল সরকারের Updated: 24 Jul 2024, 10:29 AM IST Abhijit Chowdhury গত অর্থবর্ষে আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল-এর জন্যে ৩০ হাজার কোটির মূলধনী সাহায্যের ঘোষণা করেছিল কেন্দ্র। তবে গত বছর এই তিন সংস্থা সম্মিলিত ভাবে ৮১ হাজার কোটির মুনাফ করেছে। এই আবহে ঘোষিত মূলধনী সাহায্যের পরিকল্পনা বাতিল করল সরকার।