একধাক্কায় ৫০% কমে গেল লোকাল ট্রেনের ভাড়া, কোন কোন ক্ষেত্রে কমল? দেখে নিন Updated: 05 May 2022, 02:55 PM IST Ayan Das যাত্রীদের জন্য সুখবর। একধাক্কায় ৫০ শতাংশ কমে গেল লোকাল ট্রেনের ভাড়া। তবে সকলে সেই সুবিধা পাবেন না। নির্দিষ্ট ক্ষেত্রেই সেই সুবিধা মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। কাদের ক্ষেত্রে ভাড়া কমে গেল, তা দেখে নিন -