পঞ্জাব কিংসের বিরুদ্ধে যখন সানরাইজার্স হায়দরাবাদ ধুঁকল, তখন একজনই একা কুম্ভ হয়ে দাঁড়ালেন। তিনি হলেন ২০ বছরের নীতীশকুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের ইনিংস খেললেন। মারলেন চারটি চার। হাঁকালেন পাঁচটি ছক্কা। স্ট্রাইট রেট ১৭২.৯৭। কিন্তু এই অনামী নীতীশ আদতে কে?