ডিএ-র দাবিতে গত ১০ মার্চের ধর্মঘটে অংশ নেওয়ার জেরে বেতন কাটার নির্দেশ দিয়েছে নবান্ন। এই আবহে বিভিন্ন স্তরের সরকারি কর্মীদের মার্চ মাসের বেতন থেকে একদিনের টাকা কাটা হয়েছে। এই আবহে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল সরকারি কর্মীদের সংগঠন।