পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হতে পারে। কিন্তু সেই পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে সন্ত্রাসবাদে মদত দিয়ে পাকিস্তান যদি মনে করে যে ভারত চুপ করে বসে থাকবে অথবা সেই অস্ত্রভান্ডারের কারণে ভারত মেপে পা ফেলবে, তাহলে খুব বড় ভুল করছে ইসলামাবাদ। কারণ পরমাণু অস্ত্র নিয়ে ভারত যে কোনওরকম ‘ব্ল্যাকমেল’ সহ্য করবে না, তা স্পষ্টভাষায় জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ শুধরে না গেলে আগামিদিনে জঙ্গি এবং পাকিস্তানি সরকার বা সেনাকে আলাদা চোখে দেখা হবে না। আর সেক্ষেত্রে কোনওরকম করুণা বা দয়া-দাক্ষিণ্য ছাড়া কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
জঙ্গি হামলা হলে নিজেদের মতো করে জবাব দেব, হুংকার মোদীর
সোমবার জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী জানান, ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে ভারত ‘নিউ নর্ম্যাল’-র সূচনা হল। আর সেই ‘নিউ নর্ম্যাল’ কী, তা ব্যাখ্যা করে মোদী বলেন, ‘ভারতে জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়া হবে। আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দিয়েই ছাড়ব। যে যে জায়গা থেকে সন্ত্রাসবাদের মূল ছড়িয়ে পড়েছে, সেখান গিয়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ভারতের বোনেদের সিঁদুর মুছেছিল জঙ্গিরা, ওদের সদর দফতর উপড়ে দিল ভারত, বদলা মোদীর
সেই রেশ ধরেই ‘নিউ নর্ম্যাল’-র অপর বিষয়গুলি ব্যাখ্যা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয়ত, কোনওরকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল সইবে না ভারত। পরমাণু শক্তিধর বলে দোহাই দিয়ে সন্ত্রাসবাদকে ফুলেফেঁপে উঠতে দেওয়া হলে উপযুক্ত এবং নির্ণায়ক পদক্ষেপ করবে ভারত। তৃতীয়ত, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার সরকারকে আমরা আলাদা চোখে দেখব না।’
আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ, PoK ফেরত দেওয়া নিয়ে: মোদী
জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনার ভিড় উপচে পড়েছিল, তোপ মোদীর
আর কেন আগামিদিনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানি সরকার বা সেনাকে আলাদা চোখে দেখা হবে না, সেটাও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, ‘অপারেশন সিঁদুরের সময় ফের পাকিস্তানের নোংরা বাস্তবের সাক্ষী থেকেছে পুরো দুনিয়া। খতম হওয়া জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি সেনার বড়-বড় অফিসারদের উপচে পড়ছিল। এটা সরকারি মদতপুষ্ট সন্ত্রাসবাদের বড়সড় প্রমাণ। আমরা ভারত এবং আমাদের মানুষকে যে কোনও বিপদ থেকে রক্ষা করার জন্য লাগাতার নির্ণায়ক পদক্ষেপ করতে থাকব।’
আরও পড়ুন: করাচিতেও হামলা চালাতে তৈরি ছিলাম, হুংকার ভারতীয় নৌসেনার, ভয়ে লেজ গুটিয়ে ছিল পাক
‘নয়া প্রজন্মের যুদ্ধেও নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করেছি’, হুংকার মোদীর
সেইসঙ্গে পাকিস্তানের ক্ষতে ভালো করে নুন ও লঙ্কা দিয়ে প্রধানমন্ত্রী জানান, অতীতে ভারতের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে পরাস্ত হয়েছে ইসলামাবাদ। আর এবার ‘অপারেশন সিঁদুর’-এ তো পাকিস্তানের সম্ভ্রমও চলে গিয়েছে। পাহাড় হোক বা মরুভূমি- ভারতীয় সামরিক বাহিনীর সামনে নাকানি-চোবানি খেয়েছে পাকিস্তান। মোদীর কথায়, ‘নয়া প্রজন্মের যুদ্ধেও নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করেছি।’