পাকিস্তানের সঙ্গে কথা হলে, সন্ত্রাসবাদ নিয়ে হবে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ফেরত দেওয়া নিয়ে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না করে তাঁকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে স্পষ্ট করে দিলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে ভারতের শর্তের ভিত্তিতে।
সোমবার রাত ৮টায় অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন স্বকীয় মেজাজে। তিনি স্পষ্ট করে দেন, ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে পাক ভূখণ্ডে থাকা তাদের মাথারা এবার থেকে আর রেহাই পাবে না।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি আজ আন্তর্জাতিক মহলকেও বলব, আমাদের ঘোষিত নীতি এই যে, পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা হয় তাহলে সন্ত্রাসবাদ নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে যদি কথা হয়, তাহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।’
বলে রাখি, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দেন। যার পর এই ঘোষণায় ভারত সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে ভারতের শর্তের ভিত্তিতেই।