বর এবং কনের মধ্যে একটি কৌতুকপূর্ণ মুহূর্তের মিষ্টি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে কনে তাঁর বরকে মজার ছলে একটি সুইমিং পুলে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তবে শেষমেশ হিতে বিপরীত হয়। আর সেই কারণেই ভাইরাল এই ভিডিয়ো।
বর্তমানে বিয়ে মানেই ভাইরাল কনটেন্ট বানানোর সুযোগ। আর তার জন্যই মরিয়া থাকেন অনেক বর-কনে ও ওয়েডিং ভিডিয়োগ্রাফাররা। এই যুগলের কাজটি অবশ্য পরিকল্পিত কিনা তা জানা যায়নি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক বিলাসবহুল বিয়েবাড়ির আয়োজন। সম্পূর্ণ লাল লেহেঙ্গার সাজে কনে। অন্যদিকে বর বাবাজীও সাদা শেরওয়ানি পরে ধোপদুরস্ত পোশাকে। একটি সুইমিং পুলের মাঝের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাঁরা। তাঁদের ছবি তুলছিলেন ওয়েডিং ফটোগ্রাফার।
এমন সময়ে হঠাত্ই বরকে মজার ছলে জলের দিকে ঠেলে দিলেন কনে। এদিকে তিনিও সেই মুহূর্তে একেবারেই প্রস্তুত ছিলেন না। ঘটনার আকস্মিকতায় চমকে যান তিনি। দু'জনে মিলে একসঙ্গে গিয়ে পড়েন সুইমিং পুলের জলে।
তবে জলে পড়ে গিয়ে একটুও ঘাবড়ে বা রেগে যাননি দু'জনে। বরং সেখানে নেমেও হাসতে থাকেন।
দেখুন সেই ভিডিয়ো: