বাংলা নিউজ > ঘরে বাইরে > USA on India-Canada rift: নিজ্জর হত্যা নিয়ে কানাডার দাবিকে গুরুত্ব দিক ভারত, কিন্তু তারা তো অন্য পথে হাঁটছে- USA
পরবর্তী খবর
খলিস্তানিদের বিরুদ্ধে হত্যার ছক নিয়ে কানাডার অভিযোগকে গুরুত্ব দিক ভারত। এমনই 'পরামর্শ' দিল আমেরিকা। ভারত ও কানাডার মধ্যে গত কয়েকদিনে সম্পর্ক তলানিতে গিয়েছে ঠেকেছে। এই আবহে গতকাল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে এই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে কার্যত কানাডার পক্ষই নেন মার্কিন আধিকারিক। তিনি বলেন, 'আমরা স্পষ্ট করে দিয়েছি যে কানাডার অভিযোগকে খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমরা চেয়েছিলাম ভারত সরকার এই নিয়ে কানাডার তদন্তকে সাহায্য করুক। তবে ভারত অন্য এক পথ বেছে নিয়েছে।' (আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ১০টি ভরতীয় উড়ানে বোমাতঙ্ক, একের পর এক বিমান উড়িয়ে দেওয়ার হুমকি)