
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইউপিএসসি। শুক্রবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) তরফে জানানো হয়েছে, পূজার বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে। ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় তাঁর প্রার্থীপদ বাতিল এবং আগামিদিনে যাতে কোনও পরীক্ষায় বসতে না দেওয়া হয়, সেজন্য শোকজ নোটিশ দর্শানো হয়েছে। অর্থাৎ পূজা যে কাজ করেছেন, সেটার জন্য তাঁর প্রার্থীপদ বাতিলের পথে হাঁটতে পারে ইউপিএসসি। সেই পরিস্থিতিতে সংকটের মুখে দাঁড়িয়ে আছে পূজার চাকরি। অন্যদিকে, আগামিদিনে যাতে তিনি আর কোনও পরীক্ষায় বসতে না পারেন, সেটার জন্যও পদক্ষেপ শুরু করেছে ইউপিএসসি। যে পূজাকে ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ডেকে পাঠানো হয়েছে।
ইউপিএসসির তরফে জানানো হয়েছে, পূজার 'অপকর্ম' নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন পূজা। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ শুরু করা হয়েছে। ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার নিয়ম মেনে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে ইউপিএসসি।
ট্রেনি আইএএস অফিসার পূজা প্রথম শিরোনামে উঠে আসেন হুজ্জতির অভিযোগ ওঠার পরে। অভিযোগ ওঠে যে ব্যক্তিগত অডি গাড়িতে নীলবাতি ব্যবহার করতেন। সিনিয়র যখন থাকতেন না, তখন তাঁর চেম্বারের অংশ দখল করে নিতেন। এমন-এমন সব দাবি করতেন, যা তাঁর পদের অফিসারদের দেওয়া হয় না। সিনিয়ররা যে সুযোগ-সুবিধা পেতেন, সেগুলিও তাঁকে দিতে হবে বলে হুজ্জতি করতেন বলে পূজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে তাঁকে বদলি করে দেওয়া হয়।
শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে চাকরি পাওয়ার জন্য ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছিলেন পূজা। আংশিকভাবে দৃষ্টিশক্তিহীন ক্যাটেগরি এবং ওবিসি ক্যাটেগরির সার্টিফিকেট দিয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষার জন্য তাঁকে দিল্লি এইমসে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু নানা অজুহাত দেখিয়ে দিল্লিতে যাননি। স্থানীয় একটি হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: IAS Puja Khedkar: 'আর ট্রেনিং নিতে হবে না, অ্য়াকাডেমিতে চলে আসুন,' ট্রেনি আইএএস পূজা ফের বিপাকে
6.88% Weekly Cashback on 2025 IPL Sports