
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, তিনি শিল্পপতি এবং তাঁর বন্ধু দর্শন হিরানন্দানিকে সংসদের ওয়েব সাইটের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। এতে তথ্য-প্রযুক্তি আইন ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ দর্শন হিরানন্দানিকে সংসদের ওয়েব সাইটের আইডি পাসওয়ার্ড দেওয়া তথ্য-প্রযুক্তি আইনে গুরুতর অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।
তিনি রবিবার এক্স পোস্টে লিখেছেন, 'তথ্য-প্রযুক্তি আইন ২০০০-এর বিধি ৪৩ অনুযায়ী, কমপিউটারের তথ্য এবং পাসওর্য়াড কোনও ব্যক্তির কর্মী বা তাঁর সচিবকে দেওয়া যেতে পারে। তবে দেওয়ার আগে সিস্টেমের মালিকের অনুমতি নিতে হবে।' দুবের মতে মহুয়া মৈত্র তা করেননি। কারণ, এক্ষেত্রে সিস্টেমের মালিক লোকসভার স্পিকার বা এনআইসি। তার থেকে অনুমতি না নিয়ে যদি অন্যকে পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনভঙ্গ করা হয়েছে। এর জন্য তিন বছরের জেল পর্যন্ত হতে পারে। সিস্টেমে থাকা সমস্ত তথ্য লোকসভার। আমরা যদি সাংসদ না থাকি তবে আমাদের সব আইডি পাসওয়ার্ড ফেরত দিতে হয়।'
(পড়তে পারেন। 'আদানির জন্যে কাজ করেন CM', ছত্তিশগড়ে মন্তব্য রাহুলের, 'কান লাল' কংগ্রেসের)
এর আগে এক সাক্ষৎকারে মহুয়া মৈত্র বলেন,'হ্যাঁ, আমি সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শিল্পপতি এবং আমার বন্ধু দর্শন হিরানন্দানিকে দিয়েছিলাম, যাতে ও কাউকে একটা দায়িত্ব দিতে পারে আমার প্রশ্নগুলো টাইপ করে দেওয়ার জন্য।' তাঁর কথামতো দর্শনের অফিসের একজন কর্মী লোকসভায় তোলার জন্য মহয়ার প্রশ্নগুলো টাইপ করে দিয়েছিলেন।
তৃণমূল সাংসদ বলেন, 'টাইপ করার পর সেই ব্যক্তি আমায় ফোন করেন এবং আমি প্রশ্নগুলো এক নজরে পড়ে নিই। কারণ আমি নিজের সংসদ এলাকায় সবসময়ই ব্যস্ত থাকি। প্রশ্নগুলি সংসদের ওয়েবসাইটে টাইপ হওয়ার পর আমার ফোনে একটি ওটিপি আসে। সেটি ওয়েবসাইটে দিলে তবেই প্রশ্নগুলি সেখানে সেভ হয় এবং সাবমিট করা যায়। ফলে দর্শন নিজে থেকে আমার লগ ইন আইডি নিয়ে প্রশ্ন টাইপ করে দিয়েছিল, এই তথ্য স্রেফ হাস্যকর।'
প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে 'নগদের বিনিময়ে প্রশ্নের' অভিযোগ এনেছেন নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংসদেরএথিক্স কমিটি। আগামী ২ নভেম্বর মহুয়া মৈত্রকে তলব করেছে কমিটি। এর আগে ৩১ অক্টোবর তৃণমল সাংসদকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল এথিক্স কমিটি। কিন্তু নিজের সংসদীয় এলাকায় কাজ থাকায় তিনি ৫ নভেম্বরের পর কোনও দিন হাজির হতে চেয়েছিলেন।
কিন্তু এথিক্স কমিটি জানিয়ে দিয়েছে, অভিযোগ গুরুতর, তাই বেশি দেরি করা যাবে না। ২ নভেম্বরের মধ্যে তাঁকে কমিটির সামনে হাজির হতে হবে। আর দিন বদল করা যাবে না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports