ভারত সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বকে জানাতে টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলে থাকা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। আর আজ, শুক্রবার সেই ধারা অব্যাহত রাখলেন। অভিষেক পৌঁছে গেলেন টোকিওতে রাসবিহারী বোসের সমাধিস্থলে। জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডোর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ। আর এক্স হ্যান্ডেলে দিলেন বার্তা।
এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন অবস্থান তুলে ধরার জন্য জাপানের বিশিষ্টদের সঙ্গে দেখা করেন অভিষেক–সহ অন্যান্য প্রতিনিধিরা। এখানে টোকিওর তামা সিমেট্রিতে গিয়ে শ্রদ্ধা জানান ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অগ্রণী, জাতীয় নায়ক, বাংলার গর্ব বাংলার সন্তান রাসবিহারী বসুকে। ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা বিশ্ববাসীকে জানাতে। তাই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়। জাপান দিয়ে এই সফর শুরু করেছে ভারতীয় প্রতিনিধিদের একটি দল।
আরও পড়ুন: ‘এমন ব্যবহার করুন যাতে সম্মান থাকে’, শিক্ষকদের উদ্দেশে নির্দেশ দিলেন বিচারপতি
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানের টোকিওর ইয়াসুকুনি মন্দিরে গিয়ে বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। বিচারপতি রাধাবিনোদ পাল, বাংলা এবং জাপান উভয় জায়গাতেই সমানভাবে সম্মানিত। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাংলার এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করার সময় আমার মনে গভীর গর্ব এবং গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ভারত তাঁর অদম্য চেতনা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তাঁর স্মৃতিস্তম্ভকে এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় দেখে মন খারাপ হয়।’

এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া এবং সিঙ্গাপুর সফর করবে এই প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই ঐক্যবদ্ধ প্রয়াস আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতে তত্পর কেন্দ্র। তাই ৪৮ জন সাংসদকে বিভিন্ন দেশে পাঠিয়েছে কেন্দ্র। যে দলে আছেন অভিষেকও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবে জাপান। সাংসদীয় প্রতিনিধিদলকে ইতিমধ্যেই আশ্বস্ত করেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো। আর অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি আমাদের রাষ্ট্রদূত সিবি জর্জকে অনুরোধ করেছি যেন তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং নিশ্চিত করেন যে এই অসাধারণ বীর তাঁর প্রকৃত প্রাপ্য সম্মান পান।’