আজ বাংলার ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল। এর মধ্যে থেকে ৫টি আসনে এর আগে জয়ী হয়েছিল তৃণমূল। আর মাদারিহাট আসনিট ছিল বিজেপির দখলে। তবে সেই আস বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে ৬-০ ব্যবধানে বাংলার উপনির্বাচনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। এদিকে বাংলার পাশাপাশি আরও একাধিক রাজ্যের বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল সম্প্রতি। সেই সব আসনেরও ফল আজ প্রকাশিত হল। বাংলার পাশাপাশি মেঘালয় বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। এখন সেই রাজ্যে তৃণমূলই প্রধান বিরোধী দলনেতা। তবে সেই আসনে লড়াই দিলেও জিততে পারেনি তৃণমূল। তবে দলের র্মীদের তাও অভিনন্দর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: বাংলায় ধরাশায়ী, অন্য রাজ্যগুলিতে মুখরক্ষা বামেদের, কোথায় উড়ল লাল ঝান্ডা?)
আরও পড়ুন: বাংলায় মমতার গদি বাঁচিয়েছিলেন প্রশান্ত কিশোর, বিহারে সেই PK-র দল কেমন ফল করল?
উল্লেখ্য, মেঘলায়ের গামবেগরে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। আজ নির্বাচন কমিশন এই কেন্দ্রের ফল প্রকাশ করতে দেখা যায়, ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বী করা সাধীরানি এম সাংমা। উল্লেখ্য, এই আসনে এনপিপির টিকিটে লড়েছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার স্ত্রী মেহতাব চান্ডি আগিটক সাংমা। এদিকে এই আসনে এনপিপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল বিজেপিও। তবে তারা সেভাবে দাগ কাটতে পারেনি এখানে। বরং এনপিপি বিরোধী ভোটে ভাগ বসিয়ে তৃতীয় হয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, এই রাজ্যে কংগ্রেসকে ভাঙিয়েই নিজেদের অস্তিত্ব স্থাপন করেছিল তৃণমূল। (আরও পড়ুন: RSS-এর 'জাদুকাঠিতে' ঘুরে দাঁড়াল BJP? ফল সামনে আসতেই জোর চর্চা মহারাষ্ট্রে)
আরও পড়ুন: মহারাষ্ট্রে পিছিয়ে পড়তেই বিস্ফোরক উদ্ধবের দলের নেতা, আদানিকে তুললেন কাঠগড়ায়
এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আমি সাধিয়ারানি এম সাংমা এবং সমগ্র দলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। মুকুল সাংমা এবং চার্লস পিংগ্রোপের দক্ষ নেতৃত্বে মেঘালয়ে তৃণমূলের ইউনিট অক্লান্ত পরিশ্রম করেছে। এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এমন একটি শক্তিশালী লড়াই করেছি। তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। মেঘালয় ইউনিটের সকল সৈনিকদেরও স্যালুট জানাই আমি। মেঘালয়ের হারানো গৌরব পুনরুদ্ধারে আমরা আমাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। গামবেগরের জনগণকে তাদের ভালবাসা এবং সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ। আমি আপনাকে আশ্বস্ত করছি, এই সুন্দর রাজ্যের মানুষের সেবায় কোন কসরত ছাড়বে না তৃণমূল।' উল্লখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গামবেগরে আসনে এনপিপির মেহতাব চান্ডি আগিটক সাংমা পেয়েছেন ১২ হাজার ৬৭৮টি ভোট। এদিকে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮ হাজার ৮৪টি ভোট। এই আবহে এনপিপি জয়ী হয়েছে ৪৫৯৪ ভোটে। কংগ্রেস এই আসনে পেয়েছিল ৭৬৯৫টি ভোট। আর চতুর্থ স্থানে থাকা বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ৭১০টি ভোট।