প্রহ্লাদ মোদীর কিডনিতে সমস্যা রয়েছে। সেই কারণে ডায়ালিসিস করার জন্য সপ্তাহে দুবার তাঁকে হাসপাতালে আসতে হয়। সেইমতো এদিনও তিনি ডায়ালিসিসের জন্য হাসপাতালে এসেছিলেন। তবে তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে আলাদা করে বিশেষ কোনও ব্যবস্থা করা হয়নি।
প্রহ্লাদ মোদী। ছবি এএনআই
চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদীকে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের সঞ্জয় নগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডায়ালিসিস করার জন্যই বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫ ঘণ্টা ধরে ডায়ালিসিস চলার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, এটি রুটিন চেকআপ।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, প্রহ্লাদ মোদীর কিডনিতে সমস্যা রয়েছে। সেই কারণে ডায়ালিসিস করার জন্য সপ্তাহে দুবার তাঁকে হাসপাতালে আসতে হয়। সেইমতো এদিনও তিনি ডায়ালিসিসের জন্য হাসপাতালে এসেছিলেন। তবে তাঁর চিকিৎসার জন্য হাসপাতালের তরফে আলাদা করে বিশেষ কোনও ব্যবস্থা করা হয়নি। সাধারণ নাগরিকের মতোই তিনি সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা হয়ে গিয়েছে। তবে তাঁর জন্য এদিন হাসপাতাল চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (সিএমএস) বিনোদ চাঁদ পান্ডে পিটিআইকে জানিয়েছেন, ‘প্রহ্লাদ মোদী ডায়ালিসিস করার জন্য হাসপাতালে এসেছিলেন। সফলভাবে তাঁর ডায়ালিসিস করা হয়েছে। ৫ ঘণ্টা ধরে তার ডায়ালিসিস চলেছিল।’ জানা গিয়েছে, বুধবার তিনি প্রতাপ বিহারে তাঁর বন্ধুর বাড়িতে ছিলেন। পরে গাজিয়াবাদের অতিরিক্ত জেলাশাসক গম্ভীর সিংয়ের সঙ্গে তিনি দেখা করেন। অতিরিক্ত জেলাশাসক তাঁর আত্মীয়। সেই সূত্রেই তিনি তাঁর সঙ্গে দেখা করেন।