1 মিনিটে পড়ুন Updated: 15 Dec 2023, 09:33 AM ISTMD Aslam Hossain
গত বুধবার মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেণ কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সেক্ষেত্রে বিচারপতি কাউলের বেঞ্চ জানিয়ে দিয়েছিল তাদের পক্ষে মামলাটির দ্রুত শুনানি সম্ভব নয়।
তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। গত বুধবার সুপ্রিম কোর্টে মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়া। তবে তাঁর দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে বৃহস্পতিবার জানা গিয়েছে, মহুয়ার আবেদনে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার তাঁর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। তবে অন্য বেঞ্চে এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।
গত বুধবার মহুয়া মৈত্রর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, সেক্ষেত্রে বেঞ্চ জানিয়ে দিয়েছিল, তাদের পক্ষে মামলাটির দ্রুত শুনানি সম্ভব নয়। বিচারপতি কৌল নিজের অবসরের কথা জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য পরামর্শ দেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে।
তারপরেই মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে গিয়ে মামলার দ্রুত শুনানির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। যাতে মামলাটি বৃহস্পতিবার বা শুক্রবার শুনানি করা যায়, সে বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক মনু সিঙ্ঘভি। তা শোনার পর প্রধান বিচারপতি ই-মেইল মারফত আবেদন জানাতে বলেন। এরপর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।