কানওয়ার যাত্রার চলাকালীন খাবার দোকানের বাইরে কিউআর কোর্ড রাখার সরকারি নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।কানওয়ার যাত্রা রুটের পাশের খাবারের দোকানগুলির মালিকদের সমস্ত বিবরণ জানিয়ে কিউআর কোর্ড রাখার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার। তীর্থযাত্রীদের সুবিধার্থেই এই পদক্ষেপ। এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা।
উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশে কোনও হস্তক্ষেপ করেননি শীর্ষ আদালত। একই সঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রেস্তরাঁগুলিকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখানোর নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, 'এই পর্যায়ে, সমস্ত হোটেল মালিকদের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেনে চলতে হবে। আদালতের স্পষ্ট বক্তব্য, আমরা বিতর্কিত বিষয়গুলিতে যাচ্ছি না।'
চলতি বছরের শুরুতেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার কানওয়ার যাত্রাপথে থাকা দোকানগুলোর মালিকদের লাইসেন্স ও আসল নাম প্রকাশ্যে ঝোলানোর নির্দেশ দেয়। রাস্তার ধারে থাকা সব দোকানে কিউআর কোডও লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। এরপরেই উওরাখণ্ডের বিজেপি সরকারও একই নির্দেশিকা জারি করে। যা নিয়ে সমালোচনা কম হয়নি। হিন্দু রক্ষা দলের মতো বিভিন্ন হিন্দু সংগঠনের গাজোয়ারিতে অসন্তুষ্ট ব্যবসাদার থেকে শুরু স্থানীয় মানুষজন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে উত্তরপ্রদেশ সরকার জানায়, 'কানওয়ার যাত্রার রুটের সমস্ত খাবারের দোকানে কিউআর কোর্ড রাখা বাধ্যতামূলক। এর মাধ্যমে দোকানের মালিকদের নাম এবং পরিচয় জানা জানতে সুবিধা হবে।'
আরও পড়ুন-মুক্ত বাণিজ্য চুক্তিতে নজর! বুধবার ব্রিটেন সফরে মোদী, আমন্ত্রণ চিনের 'বন্ধুরও'
শুধু চলতি বছর নয়,কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গত বছরই। দুই রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাত্রাপথে রাস্তার দুই ধারে যে সব খাবারের দোকান রয়েছে, সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ডে দোকান মালিকের নাম-পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও একটি মামলা করেন। গত বছর ২২ জুলাইয়ে এই বিষয়ে নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম-পরিচয় লিখতে চান, তাতে আপত্তি নেই। কিন্তু কাউকে জোর করে সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না।
আরও পড়ুন-মুক্ত বাণিজ্য চুক্তিতে নজর! বুধবার ব্রিটেন সফরে মোদী, আমন্ত্রণ চিনের 'বন্ধুরও'
কানওয়ার যাত্রা প্রতিবছরই হয়। শিব ভক্তরা খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে গঙ্গা নদী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালেন। এই ভক্তদের কানওয়ারি বলা হয়। চলতি বছর ১১ জুলাই থেকে শুরু হয়েছে এই যাত্রা। চলবে ২৩ জুলাই পর্যন্ত। যদিও গোটা দেশজুড়েই ভক্তরা এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালতে যান।