বাংলা নিউজ > ঘরে বাইরে > PNB Scam: বড় সাফল্য CBI-এর, কায়রো থেকে দেশে ফেরানো হল নীরব মোদী ঘনিষ্ঠকে
পরবর্তী খবর
পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী সুভাষ শঙ্কর পরবকে মঙ্গলবার সকালে কায়রো থেকে দেশে ফিরিয়ে আনা হল। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সুভাষকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ৪৯ বছর বয়সি সুভাষ শঙ্কর পরব নীরব মোদীর ডান হাত হিসেবে পরিচিত ছিল এবং দুবাইয়ের ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ডায়মন্ড আর ইউএস সংস্থাগুলির একজন সিনিয়র ডিরেক্টর পদে ছিল।