দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া চলাকালীন ৮টি শেল বা বোমা লক্ষ্যচ্যুত হয়ে বেসামরিক এলাকায় পড়ে জোরালো বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর কোরিয়ার কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্তের কাছাকাছি পোচেওন শহরে। দক্ষিণ কোরিয়ার দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের জেরে কিছু বাড়ি ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিয়ংগি-দো বুকবু শহরের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। (আরও পড়ুন: সবাইকে চমকে দিলেন তেজস্বী সূর্য! জনপ্রিয় গায়িকার সঙ্গে চুপিসারে বিয়ে BJP সাংসদের)
আরও পড়ুন -Trump on Hamas: হয় বন্দিদের ছাড়ো, নয় মরো! হামাসকে লাস্ট ওয়ার্নিং ট্রাম্পের
সংশ্লিষ্ট আধিকারিকরা ধারণা, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার সময় নিক্ষিপ্ত একটি বোমা দুর্ঘটনাবশত শহরের ওই এলাকায় পড়ে।কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি, কী ধরনের বোমা বিস্ফোরিত হয়েছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, মহড়ার সময় কোনও যুদ্ধবিমান ভুলবশত বোমাটি ছুড়ে থাকতে পারে।স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ানে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।তবে বৃহস্পতিবার সকালে মন্ত্রক জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পোচেওন শহরে যৌথ মহড়া চালাচ্ছে, যা আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বার্ষিক সামরিক মহড়ার অংশ। (আরও পড়ুন: পালিয়েছিল জেল থেকে! বিদেশি অস্ত্র, গ্রেনেড সহ ধৃত ISI যোগ থাকা খলিস্তানি জঙ্গি)
আরও পড়ুন: সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের ১ ধাপ 'উত্থান', তুলনায় অনেক পিছিয়ে ভারত! পাক কোথায়?
আরও পড়ুন: লন্ডনে জয়শংকরের ওপর হামলার চেষ্টা নিয়ে মুখ খুলল ভারত, বার্তা UK সরকারকে
এপি-র প্রতিবেদন অনুযায়ী, কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে এমকে-৮২ বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে অনির্দিষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।বিমান বাহিনী জানিয়েছে, কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে একটি কমিটি গঠন করা হবে। কী ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে; তা নির্ধারণ করা হবে। সেনাবাহিনীর সঙ্গে সরাসরি গুলি চালানোর মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধ বিমানটি।বেসামরিক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, ‘এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’তবে কোথায় এই দুর্ঘটনা ঘটেছে; বিমান বাহিনীর বিবৃতিতে সেই বিবরণ নেই।কিন্তু দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর পোচিওন এই বোমা হামলার ঘটনা ঘটেছে।