New Rules From 1st November 2022: ১ নভেম্বর থেকে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে? সেই বিষয়গুলিই এই প্রতিবেদনে তালিকাভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলি মূলত টাকাপয়সার সঙ্গে যুক্ত। ফলে সময় থাকতে এই বিষয়গুলিতে অবহিত থাকাই শ্রেয়।
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। (গ্রাফিক্স সৌমিক মজুমদার)
November Rule Change: দেখতে দেখতে অক্টোবরের শেষ। নভেম্বর মাস শুরু। আর প্রতি মাসের মতোই, এই নতুন মাসেও বেশ কিছু পরিবর্তন (১ নভেম্বর ২০২২ থেকে) ঘটতে চলেছে। এই পরিবর্তনের ফলে সরাসরি আপনার পকেটে প্রভাব পড়বে। অতএব, সেগুলির বিষয়ে আগে থেকে জানা গুরুত্বপূর্ণ। এগুলি মাথায় রাখলে আর আপনার কোনও সমস্যা হবে না।
১ নভেম্বর থেকে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে? সেই বিষয়গুলিই এই প্রতিবেদনে তালিকাভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলি মূলত টাকাপয়সার সঙ্গে যুক্ত। ফলে সময় থাকতে এই বিষয়গুলিতে অবহিত থাকাই শ্রেয়।
বিমায় KYC
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) ১ নভেম্বর থেকে বিমাকারীদের KYC (নো ইয়োর কাস্টমার) বিশদ প্রদান করা বাধ্যতামূলক করা হতে পারে। এখনও পর্যন্ত, নন-লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময়ে KYC বিশদ দেওয়া ঐচ্ছিক রয়েছে। তবে ১ নভেম্বর থেকে তা বাধ্যতামূলক করা হতে পারে। KYC সম্পর্কিত এই নিয়ম নতুন এবং পুরানো উভয় গ্রাহকদের জন্যই বাধ্যতামূলক করা হতে পারে। এর অধীনে, আপনি যদি বিমার ক্লেইম করার সময় KYC নথি জমা না করেন, তাহলে আপনার ক্লেইম প্রত্যাখ্যান করা হতে পারে। আরও পড়ুন: Indian rupees: টাকায় ছাপা হোক শিবাজীর ছবি, বিজেপি নেতার দাবিতে তৈরি বিতর্ক
গ্যাস সিলিন্ডারের দাম
এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের ১ তারিখে পরিবর্তন করা হয়। প্রতি মাসের ১ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এমন পরিস্থিতিতে এগুলো বাড়ানো যায় আবার কমানোও যায়। বিশ্ববাজারে দামের প্রেক্ষিতে আগামী মাসে গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে সিংহভাগের মতেই, আগামী মাসেও গ্যাস সিলিন্ডারের বর্তমান দামই বজায় রাখবে কেন্দ্র সরকার। যদিও সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে। তবে আসন্ন একাধিক নির্বাচনের কথা মাথায় রেখে আপাতত দাম ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে।
সিলিন্ডারের জন্য OTP
এটিও গৃহস্থালির গ্যাস সিলিন্ডার সম্পর্কিত। নভেম্বরের ১ তারিখ থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারির প্রক্রিয়ায় বদল আনা হচ্ছে। ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে গ্যাস সঠিক স্থানে ডেলিভারি করা হচ্ছে কিনা, তা যাচাই করা হবে। সিলিন্ডার বুক করার পর গ্রাহকের মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেটি ডেলিভারি পার্সনকে জানালে এবং তিনি সেটি যাচাইকরণ করলে তবেই গ্যাস মিলবে। তাই গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পর অবশ্যই OTP-টি হাতের কাছে কোথাও লিখে রাখুন।
ইতিমধ্যেই অবশ্য বেশ কিছু সার্কেলে এই OTP ভিত্তিক গ্যাস প্রদান করার প্রক্রিয়ার পরীক্ষামূলক সূচনা হয়ে গিয়েছে। এবার সেই নিয়ম দেশব্যাপী চালু করা হচ্ছে।
GST রিটার্নের কোড
৫ কোটি টাকার কম টার্নওভার আছে, এমন GST করদাতাদের ক্ষেত্রে নয়া নিয়ম। এখন থেকে তাঁদের অবশ্যই ৪ সংখ্যার HSN কোড লিখতে হবে। সেটি জিএসটি রিটার্নে উল্লেখ করা আবশ্যিক করা হয়েছে। আগেও যদিও এই HSN কোড দিতে হত। তবে, আগে ২ সংখ্যার দিলেই হতো। আরও পড়ুন: দীপাবলিতে বিক্রি প্রায় ৫ কোটি টাকার মদ, বিরোধী দলনেতার জেলায় ফোয়ারা
তবে ২০২২ সালের এপ্রিল থেকে ৫ কোটির বেশি টার্নওভারের ক্ষেত্রে ৪ সংখ্যার কোডের নিয়ম চালু হয়। এরপর তাঁদের ক্ষেত্রে ১ অগস্ট ২০২২ থেকে ৬ সংখযা HSN কোড চালু হয়। এবার ৫ কোটির কম টার্নওভারের ক্ষেত্রে ৪ সংখ্যার কোড উল্লেখ করা বাধ্যতামূলক করা হল।