শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জাতীয় সড়ক বন্ধ করা হল। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ। পর্যটনের ভরা মরসুমের মধ্য়েই বন্ধ হয়ে গেল ১০নম্বর জাতীয় সড়ক। সূত্রের খবর, বর্ষায় প্রতিবার ধস নামে এই রাস্তায়। যান চলাচল বিপর্যস্ত হয়ে যায়। তার আগে বন্ধ করা হল জাতীয় সড়ক। এর জেরে পর্যটকদের কতটা সমস্যা হবে তা জেনে নিন।
এদিকে অনেকেই ভেবেছিলেন গরমের ছুটিতে গ্যাংটক যাবেন। কিন্তু আচমকাই বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা। তবে পর্যটকরা যে একেবারে যেতে পারবেন না এমনটা নয়। তাদের জন্য কিছু ছাড়ও থাকছে। কারণ এই রাস্তায় দু ঘণ্টা ধরে কাজ করা হবে। এরপর এক ঘণ্টা আবার খোলা হবে। সেই সময় এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারবে।
আসলে বর্ষা মানেই এই রাস্তায় ধস। সেকারণে ধসের হাত থেকে আগাম রক্ষার জন্য় এই উদ্যোগ। তবে একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এই জাতীয় সড়ক এমনটা নয়। এই জাতীয় সড়কে যাতায়াতের জন্য় কিছুটা ছাড়় দেওয়া হচ্ছে। সেই সময়ের জন্য় গাড়িগুলি যাতায়াত করতে পারবে। তবে সাধারণভাবে এই রাস্তায় যাতায়াতে যা সময় লাগে তার থেকে সময় একটু বেশি লাগতে পারে।
ন্যাশানাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই বিজ্ঞপ্তি জারি করেছে। কোন সময়ে এই রাস্তা বন্ধ থাকবে আর কখন এই রাস্তা খোলা থাকবে সেটা জেনে নিন।
প্রথম দফায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত ও দ্বিতীয় দফায় ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত এই জাতীয় সড়ক বন্ধ থাকবে। সেভক থেকে রংপো পর্যন্ত রাস্তার অংশ বন্ধ করা হবে। তবে সারাদিন ধরে রাস্তা বন্ধ থাকবে এমনটা নয়।
ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এরপর সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত, সন্ধ্যা ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে।
তবে এই যে এক ঘণ্টা করে খোলা থাকবে রাস্তা পর্যায়ক্রমে সেই সময়ের মধ্য়ে কেবলমাত্র পর্যটকদের গাড়ি যেতে পারবে। মূলত পর্যটকদের জন্য়ই এই সময়ের জন্য রাস্তা খোলা থাকবে। এই সময়ের মধ্য়ে পণ্যবাহী যানবাহন, ট্রাক চলাচল করতে পারবে না।