লন্ডনে শিখ ধর্মাবলম্বী এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে এই খুনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জনই মহিলা।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গুরমুখ সিং ওরফে গ্যারি (৩০)।গত সপ্তাহেই পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার ফেলব্রিগি রোডে কুপিয়ে খুন করা হয় তাঁকে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত ২৩ জুলাই পূর্ব লন্ডনে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় গ্যারিকে। আর এই খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে অমরদীপ সিং (২৭) নামের এক যুবককে। ২০১৬ সালের, ৫ জানুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি ২৯ বছর বয়সি আর এক যুবক ছাড়াও আরও তিন মহিলাকে এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলার বয়স ৫৪ বছর। আরেক জনের বয়স ৩০। তবে এই চারজনকে আগামী অক্টোবর মাস পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। ওই খুনের ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-'হঠাৎ করেই ১২,০০০ কর্মী...,' টিসিএস-র ছাঁটাইয়ে উদ্বিগ্ন কর্ণাটকের শ্রমমন্ত্রী, কী বললেন?
মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, 'একটি আবাসিক এলাকায় অশান্তির খবর পেয়েই লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস পুলিশকে ফোন করেছিল। গ্যারির চিকিৎসার সময় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্যারামেডিকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, তিনি দুঃখজনকভাবে ঘটনাস্থলেই মারা যান।' পুলিশ আরও জানিয়েছে, গ্যারির পরিবার জানিয়েছে সবার সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা ছিল ওই যুবকের। তবে কী কারণে ওই যুবককে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, যারা তাঁকে খুন করেছিল তারা গ্যারির খুবই পরিচিত। ময়নাতদন্তে জানা গেছে যে মৃত্যুর কারণ বাম উরুতে ছুরিকাঘাত। তবে, পুলিশ ঘটনার তদন্ত করছে বলে হামলার তদন্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন-'হঠাৎ করেই ১২,০০০ কর্মী...,' টিসিএস-র ছাঁটাইয়ে উদ্বিগ্ন কর্ণাটকের শ্রমমন্ত্রী, কী বললেন?
ওই এলাকার পুলিশের গোয়েন্দা প্রধান জোন্না ইয়র্ক জানিয়েছেন, এই খুনকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলেই মনে করছেন তাঁরা। তবে গ্যারির পরিচিত ব্যক্তিরাই কেন তাঁকে কুপিয়ে খুন করে তার কারণ খুঁজে বার করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই ধরণের একটি ঘটনা সমগ্র স্থানীয় এলাকায় শোকের ছায়া ফেলেছে। আমরা এর সরাসরি প্রভাব সম্প্রদায়ের উপর অনুভব করছি। পুলিশ যখন প্রাথমিক তদন্ত করবে, তখন জনগণ পুলিশের কাছ থেকে সঠিক তদন্ত আশা করবে।'