বাংলা নিউজ > ঘরে বাইরে > Ravindra Jadeja's wife verbal spat video: ‘অজ্ঞ’ বলায় রেগে ফায়ার জাদেজার বউ! BJP সাংসদের সঙ্গে হল তুমুল ঝামেলা- ভিডিয়ো
পরবর্তী খবর
Ravindra Jadeja's wife verbal spat video: ‘অজ্ঞ’ বলায় রেগে ফায়ার জাদেজার বউ! BJP সাংসদের সঙ্গে হল তুমুল ঝামেলা- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 17 Aug 2023, 08:33 PM ISTAyan Das
Ravindra Jadeja's wife verbal spat video: ‘অজ্ঞ বলেন’ জামনগরের বিজেপি সাংসদ। সেজন্য রেগে আগুন হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। যিনি নিজে বিজেপির বিধায়ক। বিজেপি সাংসদের সঙ্গে হল তুমুল ঝামেলা।
রেগে লাল রিভাবা জদেজা। (ছবি সৌজন্যে, ভিডিয়ো ANI)
বিজেপি সাংসদের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়লেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। যিনি নিজেও বিজেপিতে আছেন। গুজরাটের বিজেপি বিধায়কও বটে। ওই ঝামেলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োয় জামনগর উত্তরের বিধায়ক তথা ভারতীয় দলের তারকা ক্রিকেটার জাদেজার স্ত্রী'কে বেশ উত্তেজিতভাবে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে। তাঁকে দেখেই মনে হচ্ছিল যে চূড়ান্ত বিরক্ত হয়ে আছেন। কিছুক্ষণ ধরে উত্তপ্ত বাক্যবিনিময় চলে। তারপর রিভাবা দাবি করেন যে বীর জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য তিনি জুতো খোলায় কটাক্ষ করেন সাংসদ পুনমবেন। তাঁকে অজ্ঞ এবং ‘ওভারস্মার্ট’ বলেন। নিজের আত্মসম্মানের জন্যই পালটা মুখ খোলেন বলে দাবি করেছেন জাদেজার স্ত্রী।
ঠিক কী হয়েছিল ঘটনাটি?
স্বাধীনতা দিবসের আবহে বৃহস্পতিবার 'মেরি মিট্টি, মেরা দেশ' কর্মসূচিতে যোগ দেন জাদেজার স্ত্রী রিভাবা। ছিলেন জামনগরের মেয়র বীণাবেন কোঠারি এবং জামনগরের সাংসদ পুনমবেন। তিনজনই বিজেপির টিকিটে জিতে বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু সেই কর্মসূচির ফাঁকেই রিভাবা এবং পুনমবেনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, উত্তেজিতভাবে জামনগরের বিজেপি সাংসদের উদ্দেশ্যে কিছু বলছেন রিভাবা। আশপাশে আছেন আধিকারিক এবং অন্যান্য লোকজনকেও দেখা যায়। রিভাবার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে পুরোপুরি মেজাজ হারিয়ে ফেলেছেন। হাত নেড়ে চরম বিরক্তির সঙ্গে কিছু বলতে থাকেন। কিছুক্ষণ পর দু'জন দাঁড়িয়ে যান। তাঁদের মধ্যে একজন ছিলেন। তখনও উত্তেজিতভাবে এবং চূড়ান্ত বিরক্তির সঙ্গে কিছু বলতে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের তারকার স্ত্রী'কে।
ওই ভিডিয়োয় শেষলগ্নে আরও একজনের সঙ্গে রিভাবাকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গিয়েছে। তাঁর দিকে আঙুল তুলে জাদেজার স্ত্রী'কে কিছু বলতে দেখা যায়। পরে একা-একাই কিছু বলতেও থাকেন। যদিও কী বলছিলেন তিনি, তা বোঝা যায়নি। চূড়ান্ত বিরক্তি ধরা পড়ে তাঁর চোখে-মুখে। বিরক্তির সঙ্গে কথা বলতে থাকেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘জুতো পরে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছিলেন সাংসদ পুনমবেন ম্যাডাম। আমি জুতো খুলে (বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছিলাম)। উনি চেঁচিয়ে বলেন যে এরকম অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও জুতো খোলেন না। কিন্তু কয়েকজন অজ্ঞ লোকজন বেশি বাড়াবাড়ি করছেন (ওভারস্মার্ট হয়ে গিয়েছেন)। তাঁর কথাটা আমার একেবারে ভালো লাগেনি। আত্মসম্মানের জন্য আমি মুখ খুলেছি। জুতো খুলে কি আমি ভুল করেছি?’