ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর জুতোর ফিতে বেঁধে দেন প্রাক্তন এক মন্ত্রী। এমনই দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান আমিত মালব্য। এদিকে এই অভিযোগের প্রেক্ষিতে গেরুয়া শিবিরকে পালটা তোপ দেগেছে কংগ্রেস। দাবি করা হয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ার রাহুলের জুতোর ফিতে বেঁধে দেন। এই নিয়ে ভিডিয়ো পোস্ট করেন অমিত মালব্য। এর প্রেক্ষিতে জিতেন্দ্র দাবি করেন, তিনি নিজের জুতোর ফিতে বাঁধতে ঝুকেছিলেন। অমিত মালব্যর দাবিকে মানহানীকর বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই আবহে অমিত মালব্যকে তিনি ক্ষমা চাইতে বলেছেন। জিতেন্দ্রর হুঁশিয়ারি, ক্ষমা না চাইলে তিনি আইনি পদক্ষেপ করবেন।
জিতেন্দ্র বলেন, 'আমি খেয়াল করি যে আমার জুতার ফিতে খুলে গিয়েছে। রাহুল গান্ধী আমাকে সেটা দেখান এবং আমাকে ফিতে বেঁধে নিতে বলেন। তিনি বলেন ফিতে বেঁধে না নিলে আমি হোচট খেয়ে পড়ে যেতে পারি। তাই, আমি তাঁকে দুই মিনিটের জন্য থামতে অনুরোধ করেছিলাম এবং আমি আমার ফিতে বেঁধে নিলাম। তাঁরা (বিজেপি নেতারা) জানেন না যে রাহুল গান্ধী যে জুতা পরেছিলেন তাতে ফিতেই ছিল না।' কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে রাহুল গান্ধীর জুতোর ছবি এবং একট ভিডিয়ো ক্লিপ পোস্ট করেন বিজেপির দাবি খণ্ডন করতে।
এদিকে ভারত জোড়ো যাত্রা বন্ধ করার জন্য হুঁশিয়ারি দেওয়া হল কেন্দ্রের তরফে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া বলেন, 'ভারত জোড়া যাত্রার সময় করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে চলতে হবে। নাহলে বন্ধ করে দিতে হবে এই যাত্রা।' মঙ্গলবারই রাজস্থানে শেষদিন ছিল ভারত জোড়া যাত্রার। এটি গতকালই প্রবেশ করেছে হরিয়ানায়। যদিও কংগ্রেসের দাবি, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। উল্লেখ্য, সম্প্রতি চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন, যদি করোনা বিধি পালন না করা হয়, তাহলে 'ভারত জোড়ো যাত্রা' পিছিয়ে দিতে হবে।