প্রবল বৃষ্টির জেরে উত্তর ভারতের একাংশ বিপর্যস্ত অগাস্ট মাস থেকেই। পাঞ্জাবেও বন্যাবিধ্বস্ত বেশ কিছু এলাকা। সম্প্রতি রাহুল গান্ধী সেইসব এলাকা পরিদর্শনে গেলে তাঁকে পথেই আটকে দেয় পুলিশ। সোমবার কংগ্রেসের তরফে পাঞ্জাব পুলিশের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। নেটদুনিয়াতেও ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কোথায় গিয়েছিলেন রাহুল?
অমৃতসর এবং গুরুদাসপুর জেলার বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতেই পাঞ্জাব গিয়েছিলেন রাহুল গান্ধী। এদিন তিনি তিনি অমৃতসরের ঘোনেওয়াল গ্রাম এবং গুরুদাসপুরের গুরচক গ্রাম পরিদর্শন করেন। কিন্তু দলীয় নেতাদের অভিযোগ, গুরুদাসপুরের রবি নদীর ওপারে সীমান্তবর্তী গ্রাম তুরে যাওয়ার সময় স্থানীয় পুলিশ রাহুলকে বাধা দেয়। পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিংয়ের দাবি, পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন - ‘রাজনৈতিক দল কর্মক্ষেত্র নয়’, যৌন হয়রানির মামলায় কেন এই মন্তব্য সুপ্রিম কোর্টের?
কী যুক্তি পুলিশের?
পাঞ্জাব পুলিশের যুক্তি, গ্রামের ওপারে বর্ডার। আর বর্ডার পেরোলেই পাকিস্তান। ধারেই শত্রু দেশ। রাহুল গান্ধীর প্রাণসংশয় হতে পারে, এই যুক্তি দেখিয়ে পুলিশ তাঁকে আটকে দেয় নদীর এপারেই। কিন্তু কংগ্রেসের দাবি, এটি নেহাতই রাজনৈতিক প্রতিহিংসা। আদতে এমন কোনও সমস্যাই ছিল না। পাশাপাশি নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে রাহুল পুলিশকে প্রশ্ন করেন, ‘আপনি আমাকে আমার দেশের মধ্যেই সুরক্ষা দিতে পারবেন না বলছেন?’ তবে ওই প্রশ্নের উত্তরে পুলিশ আধিকারিক বলেন, ‘আমরা আপনাকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত।’
আরও পড়ুন - ৭৫তম জন্মদিনে দেশের মা-বোনদের জন্য নয়া প্রকল্প মোদীর, অনুপ্রবেশ নিয়ে ফের বার্তা!
কী বলছে কংগ্রেস?
সংবাদমাধ্যমকে এই দিন চান্নি বলেন, ‘আমাদের নিজস্ব লোকেরা সেখানে থাকে। তিনি (রাহুল গান্ধী) তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে চেয়েছিলেন। আমরা গত তিন দিন ধরে সেখানে একটি মেডিকেল ক্যাম্প করছি। দুর্ভাগ্যজনক যে তাঁকে মানুষের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।’