
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এর আগে দিল্লি থেকে চন্ডীগড় ট্রাকে চেপেছিলেন রাহুল গান্ধী। ট্রাক চালকদের সমস্যার কথা নিজে মুখে শুনতে চেয়েছিলেন তিনি।
আবার ট্রাকে চাপলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আমেরিকার মাটিতে। ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক পর্যন্ত রাস্তা তিনি ট্রাকে চেপেই যান। আর আমেরিকার মাটিতে ভারতীয় ট্রাক ড্রাইভাররা ঠিক কীভাবে জীবন ধারণ করেন তারই নানা খোঁজখবর নিলেন রাহুল।
রাহুলের প্রশ্ন, কেমন ইনকাম হয় আপনাদের? রাহুল গান্ধী প্রশ্ন করেন চালককে।
চালক বলেন, দেখুন ভারতে যে আয় হত তার তুলনায় অনেক বেশি পাই এখানে। কারণ আমাদের মতো ট্রাক চালকদের জন্য়ই কিন্তু এই দেশে উৎপাদনের কাজ হয়।
রাহুল বলেন, এখানকার ড্রাইভারদের কাজের মধ্যে কিছুটা স্বাচ্ছন্দ্য রয়েছে। কিন্তু ভারতে চালকদের মধ্য়ে এটা নেই।
চালক তালজিন্দর সিং। তার সঙ্গেই আলাপচারিতায় রাহুল গান্ধী। ভারতে জিনিসপত্রের দাম, সেখানকার রাজনীতি সহ নানা বিষয় নিয়ে তাদের মধ্য়ে আলোচনা হয়।
সিধু মুসেওয়ালা সেই বিখ্য়াত ২৯৫ গানটিও হয়। আসলে ভারত জোড়়ো যাত্রার অংশ হিসাবে তিনি বিগতদিনে ট্রাক চালকদের সঙ্গে দেখা করেছিলেন। ট্রাক চালকদের নানা কথা পরবর্তী সময় তুলে ধরা হয় টুইটে।
কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীর সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। দলের তরফ থেকে লেখা হয়েছিল, প্রায় ৯০ লাখ চালক ভারতের রাস্তায় গাড়ি চালান। তাদের নিজেদের অনেক সমস্যা। রাহুলজী তাঁদের মন কী বাত শুনেছেন।
এবার আমেরিকার মাটিতেও ট্রাকে চড়লেন তিনি। আমেরিকার মাটিতে যে ভারতীয়রা ট্রাক চালাচ্ছেন আর ভারতের ট্রাক চালকদের মধ্য়ে ফারাক খোঁজার চেষ্টা করলেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports