মহারাষ্ট্রের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়া-কমার অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে কয়েকটি পোস্ট করেছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের (সিএসডিএস) সমীক্ষক সঞ্জয় কুমার। কিন্তু দুই দিন পরই ক্ষমা চেয়ে পোস্টগুলি তিনি মুছে ফেলেন তিনি। এরপরেই সিএসডিএস-কে শোকজ নোটিস জারি করার ঘোষণা করেছে সরকার পরিচালিত গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
সম্প্রতি সিএসডিএস-র সমীক্ষক সঞ্জয় কুমারের পোস্ট ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।পোস্টে সমীক্ষক দাবি করেছিলেন, ‘গত লোকসভা নির্বাচন ও এই বছরের শুরুর দিকে মহারাষ্ট্র নির্বাচনের মধ্যে নাসিক পশ্চিম ও হিংনা বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা যথাক্রমে ৪৭ শতাংশ এবং ৪৩ শতাংশ বেড়েছে। রামটেক এবং দেবলালি আসনে ভোটারের সংখ্যা যথাক্রমে ৩৮ শতাংশ এবং ৩৬ শতাংশ কমেছে।’ আর এই পোস্ট সামনে আসতেই শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। এরপরেই পোস্টগুলি মুছে ফেলেন সঞ্জয় কুমার। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। বিজেপি অভিযোগ তোলে, গবেষণা সংস্থাটি কংগ্রেসের পক্ষে ভুয়া তথ্য ছড়িয়েছে। এখন ভুল স্বীকারও করেছে। সুতরাং বিজেপির বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়।
আরও পড়ুন-একতরফা প্রেমের ভয়ঙ্কর পরিণতি! শিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যার চেষ্টা ছাত্রের, তারপর...
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে অভিযোগ করেছিলেন, তারা এখন স্বীকার করেছে যে তাদের পরিসংখ্যান ভুল ছিল। এরপরেই তিনি রাহুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন। কিন্তু কংগ্রেসের মুখপাত্র সুজাতা পাল বলেন, 'সিএসডিএস হল কংগ্রেসের তথ্য সংগ্রহের একটি উৎস মাত্র। সিএসডিএসের তথ্য অতিরিক্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কেন তিনি (সঞ্জয় কুমার) ক্ষমা চেয়েছেন, সেটা তার সমস্যা, আমাদের নয়।'
আরও পড়ুন-একতরফা প্রেমের ভয়ঙ্কর পরিণতি! শিক্ষিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যার চেষ্টা ছাত্রের, তারপর...
এই বিতর্কের মধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ শোকজ নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্স বার্তায় আইসিএসএসআর জানিয়েছে, 'তাদের নজরে এসেছে যে আইসিএসএসআর-এর পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান সিএসডিএস-এর দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন যা পরবর্তীতে মহারাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত তথ্য বিশ্লেষণে ত্রুটির কথা উল্লেখ করে প্রত্যাহার করতে হয়েছে।আইসিএসএসআর ভারতীয় সংবিধানকে সর্বোচ্চ সম্মান করে। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা কয়েক দশক ধরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে আসছে। সিএসডিএস-এর তথ্য কারচুপি এবং ভারতের নির্বাচন কমিশনের পবিত্রতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি আখ্যান তৈরির প্রচেষ্টার বিষয়ে অবগত আইসিএসএসআর। এটি আইসিএসএসআর-এর অনুদান সহায়তা বিধির চরম লঙ্ঘন।'