অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান সাংবাদিক অরুণ শৌরির সঙ্গে পুণের হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লাভাসা লেক সিটিতে নিজের বাসভবনের কাছে কিছু দিন আগে পিছলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ শৌরি। গত এক সপ্তাহ আগে তাঁকে পুনের এই বেসরকারি হাসপাতালে চিকিত্সার জন্য ভরতি করা হয়।
রবিবার পুনের রুবি হল ক্লিনিকে ভরতি অরুণ শৌরির সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘পুনেতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি-জির সঙ্গে দেখা হল। স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি ওঁর সঙ্গে চ্ত্কার আড্ডা হল। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।’
চিকিত্সকরা জানিয়েছেন, ইনটেন্সিভ কেয়ার বিভাগে ভরতি হওয়ার পরে দ্রুত সেরে উঠছেন ৭৮ বছর বয়েসি অরুণ শৌরি। নিয়মিত স্বাভাবিক খাবারও তিনি খাচ্ছেন বলে তাঁরা জানিয়েছেন।
প্রবীণ নেতার চিকিত্সার দায়িত্বে থাকা চিকিত্সক স্নায়ুরোগ বিশেষজ্ঞ সচিন গান্ধী জানিয়েছেন, পড়ে যাওয়ার ফলে শৌরির মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং মগজের একাংশে প্রদাহ দেখা দেয়। তবে চিকিত্সায় তাঁর শারীরিক পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি চিকিত্সকের।