স্বাধীনতা দিবসে মর্মান্তিক ঘটনা। বেঙ্গালুরুতে চিন্নয়নপাল্যায়ের শ্রীরাম কলোনির একটি বাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।গুরুতর জখম হয়েছে আরও ৬ জন। এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন-আকাশের বুক চিরে উড়ল Mi-17! অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন প্রধানমন্ত্রীর
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম মোবারক(৮)। আহতদের মধ্যে রয়েছেন কস্তুরম্মা (৩৫), সরসাম্মা (৫০), শাবিরানা বানু (৩৫), সুব্রামণি (৬২), শেখ নাজিদ উল্লাহ (৩৭) এবং আট বছর বয়সি ফাতিমা। প্রাথমিক তদন্তে জানা গেছে, কস্তুরম্মার বাড়িতেই বিস্ফোরণটি হয়। মোবারক তাঁর পাশের বাড়িতেই থাকতো। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে বাড়ির দেওয়াল এবং ছাদ ধসে পড়েছে। যার ফলে আশেপাশের আটটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।দূরের বাড়িগুলি থেকেও তীব্র কম্পন অনুভূত হয়।দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ, দমকল বাহিনী এবং ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে সঞ্জয় গান্ধী এবং জয়নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন-আকাশের বুক চিরে উড়ল Mi-17! অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন প্রধানমন্ত্রীর
বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং সিলিন্ডারের মানের কোনও ত্রুটি ছিল কিনা, অন্য কোনও কারণে এই বিস্ফোরণটি ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির উপর নজর রাখছেন।ঘটনাস্থল থেকে ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল প্রয়োজনীয় সকল নমুনা সংগ্রহ করেছে। এক পুলিশ আধিকারিক বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের সন্দেহ করছে। তবে বাসিন্দারা বলছেন যে বিস্ফোরণের শব্দ এবং তীব্রতা অস্বাভাবিকভাবে বেশি ছিল।' তিনি আরও বলেন, পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি নির্ধারণের জন্য তদন্ত চলছে।অন্যদিকে, প্রশাসন নাগরিকদের নিয়মিত গ্যাস সিলিন্ডারের অবস্থা পরীক্ষা করার এবং গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনা থাকলে তাৎক্ষণিকভাবে গ্যাস সংস্থা বা হেল্পলাইনে জানানোর জন্য আবেদন করেছে। এদিকে, বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।