কোবরা সাপ দিয়ে দংশন করানোর ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানের কোটায়। এই অভিযোগ পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম ইরমান। সে জেলার রেলওয়ে কলোনির বাসিন্দা। তাকে গ্রেফতারের পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কালাজাদুর নামে লোক ঠকানো এবং জাল নোটের কারবারেও যুক্ত ধৃত।
আরও পড়ুন: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত ভারতের! ইমরান-বিলাওয়ালের এক্স হ্যান্ডেল 'ব্লক' ভারতে
এলাকার পুলিশ সুপার অমৃতা দুহান জানান, গত ১৮ মে একজন ব্যক্তি রেলওয়ে কলোনি থানায় মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর ভাগ্নির অশ্লীল ভিডিয়ো তৈরির পর তাকে ধর্ষণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইমরানকে গ্রেফতার করে পুলিশ। এসপি জানান, অভিযুক্ত অবৈধভাবে তার কাছে একটি কিং কোবরা সাপ রেখেছিল। অভিযুক্ত ছোটখাটো রোগ নিরাময়ের জন্য কালা জাদু করত। এর মাধ্যমে সে রোগ নিরাময়ের মিথ্যা প্রতিশ্রুতি দিত। আর এভাবেই মানুষের কাছ থেকে টাকা আদায় করত। এভাবে বহু মানুষ তার কাছে প্রতারণার শিকার হয়েছেন।
এছাড়াও অভিযোগ উঠেছে, জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত ছিল ইমরান। তার কাছ থেকে ৭ লক্ষ ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এছড়াও, বেআইনিভাবে কোবরা সাপ বাড়িতে রাখায় সাপটিকেও উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।