বাংলা নিউজ > ঘরে বাইরে > Lok Sabha Polls Survey: এখনই ভোট হলে জিতবে মোদীর BJP? স্বপ্নপূরণ হবে মমতার? C Voter সমীক্ষায় মিলল ইঙ্গিত
পরবর্তী খবর
Lok Sabha Polls Survey: এখনই ভোট হলে জিতবে মোদীর BJP? স্বপ্নপূরণ হবে মমতার? C Voter সমীক্ষায় মিলল ইঙ্গিত
2 মিনিটে পড়ুন Updated: 26 Jan 2023, 11:24 PM ISTAyan Das
Lok Sabha Polls Survey: ওই সমীক্ষা অনুযায়ী, এখনই যদি দেশে ভোট হয়, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। অর্থাৎ হ্যাটট্রিক গড়বেন নরেন্দ্র মোদী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তেমন সুখবর নেই ওই সমীক্ষায়।
নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই এবং এপি)
লোকসভা ভোটের আগে এখনও এক বছরের বেশি সময় বাকি। কিন্তু এখনই ভোটে এলে কে জিতবে? তা নিয়ে একটি সমীক্ষার ফল প্রকাশ করা হল। ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখনই যদি দেশে ভোট হয়, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। অর্থাৎ হ্যাটট্রিক গড়বেন নরেন্দ্র মোদী।
কতজনের উপর সমীক্ষা চালানো হয়েছে?
ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ওই সমীক্ষায় মোট ১৪০,৯১৭ জন অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মতামতের ভিত্তিতেই ওই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
ওই সমীক্ষায় কী কী তথ্য উঠে এসেছে?
১) ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখনই যদি ভোটে ভোট হয়, তাহলে ২৮৪ টি আসনে জিতবে বিজেপি। যা 'ম্যাজিক ফিগার' ২৭২-র থেকে বেশি। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে বিজেপি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি একাই ৩০৩ টি আসন পেয়েছিল।
২) বিজেপি জিতলেও কংগ্রেসের আসন সংখ্যা ২০০-র কাছাকাছি ঠেকত বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী, এখনই যদি দেশে লোকসভা নির্বাচন হত, তাহলে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা দাঁড়াত ১৯১। যা ২০১৯ সালে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যার অনেক বেশি। ২০১৯ সালে কংগ্রেস মাত্র ৫২ টি আসনে জিতেছিল।
৩) ওই সমীক্ষা থেকে একটি বিষয় স্পষ্ট যে আপাতত দেশে দ্বিমুখী লড়াই হচ্ছে। বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকেই দেখছেন আমজনতা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়দের যে তৃতীয় ফ্রন্টের স্বপ্ন আছে, তা এখনই লোকসভা ভোট হলে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারত না।
৪) প্রায় নয় বছর ক্ষমতায় থাকলেও প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার তেমন প্রভাব পড়েনি মোদী সরকারের উপর। করোনাভাইরাস মহামারী, মুদ্রাস্ফীতি সত্ত্বেও ২০২৩ সালের জানুয়ারিতে ৬৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে মোদী সরকারের কাজে তাঁরা সন্তুষ্ট। যা গত বছরের অগস্টে ছিল ৫৬ শতাংশ।
৫) ওই সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের অগস্টে ৩৭ শতাংশ মানুষ মোদী সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। যা এখন কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশ।
৬) মোদীর সরকারের সবথেকে বড় সাফল্য কী? ওই সমীক্ষা অনুযায়ী, ২০ শতাংশ উত্তরদাতা মনে করেন, যেভাবে করোনা মহামারী সামলেছে মোদী সরকার, তা সবথেকে বড় কৃতিত্ব। আবার ১৪ শতাংশ উত্তরদাতার মতে, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা (Article 370) রদই হল মোদী সরকারের সবথেকে বড় সাফল্য। আবার ১২ শতাংশ উত্তরদাতার মতে, এতদিনে মোদী সরকারের সবথেকে বড় কৃতিত্ব হল রাম মন্দির নির্মাণ।
৭) মোদী সরকারের সবথেকে বড় ব্যর্থতা? ওই সমীক্ষা অনুযায়ী, ২৫ শতাংশ উত্তরদাতা দাবি করেছেন যে মুদ্রাস্ফীতি রুখতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। ১৭ শতাংশ উত্তরদাতার মতে বেকারত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। আবার করোনা নিয়ন্ত্রণ নিয়ে মোদী সরকারের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন আট শতাংশ উত্তরদাতা।