আচমকা পঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেখানে এসে বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বলেছেন তিনি। সেনাবাহিনীর সঙ্গে আলাপচারিতায় জওয়ানদের সাহসিকতা ও অটল নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আর এমন সময় পঞ্জাব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী, যখন ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সফল অভিযানের পর পাকিস্তান পাল্টা হামলার চেষ্টা চালিয়েছিল আদমপুরে। এমনকী পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছিল যে আদমপুরে থাকা ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমকে নাকি গুঁড়িয়ে দিয়েছে। আর সেখানকার বায়ুঘাঁটিতে গিয়ে পাকিস্তানের গালে ঠাসিয়ে থাপ্পড় মারলেন মোদী। শুধু তাই নয়, এস-৪০০ এয়ার ডিফেন্সের লঞ্চারের সামনে দাঁড়িয়ে থাকার ছবি পোস্ট করেন।
সোমবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান এবং ‘অপারেশন সিঁদুরের’ সাফল্য কথা তুলে ধরেছিলেন। এরপরেই মঙ্গলবার হঠাৎ পঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে আসেন তিনি।
এক্স হ্যান্ডলে বায়ুসেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে ছবি পোস্ট করে মোদী লেখেন, 'মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।’
এদিন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বায়ুসেনা ঘাঁটিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘাঁটির অভ্যন্তরে তিনি বায়ুসেনার বিভিন্ন ইউনিটের সদস্য ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তাঁদের মনোবল বৃদ্ধিতে নানা বার্তা দেন। পাকিস্তানে মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের প্রতিরক্ষা বাহিনীর পাশে দাঁড়ানোর দৃঢ় বার্তাও বটে।
ঘটনাচক্রে, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর এই আদমপুর বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। শুধু আদমপুর বায়ুসেনাঘাঁটিই নয়, আরও কয়েকটি বায়ুসেনাঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান।
উল্লেখ্য, সোমবার জাতির উদ্দেশে ভাষণে তিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আপনারা আমাদের শক্তি। আপনাদের বিশ্বাস এবং সমর্থনের কারণেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের সেনাবাহিনী প্রতিটি মুহূর্তে আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত।' তিনি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে বলেন, 'আমরা শান্তি ফিরিয়ে আনব। পহেলগাঁওয়ের মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'আমি আমার দেশবাসী এবং সেনা বাহিনীকে প্রণাম জানাই এবং সর্বোপরি দেশমাতৃকাকে প্রণাম জানাই।'