ভূতুড়ে পুতুল? 'অ্যানাবেল'র সঙ্গে সফরে গিয়ে মৃত্যু প্যারানরমাল গবেষক ড্যান রিভেরার, রহস্য তুঙ্গে
1 মিনিটে পড়ুন Updated: 18 Jul 2025, 10:47 AM IST-
ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যে, ‘ডেভিলস অন দ্য রান’ নামে একটি প্যারানরমাল ট্যুরের সময়। এই ট্যুরে বিভিন্ন ভৌতিক বস্তু নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার পরিকল্পনা ছিল ড্যানের। সেই ট্যুরেই সঙ্গী ছিল 'অ্যানাবেল' নামের সেই পুতুল, যার ইতিহাস ঘিরে রয়েছে ভয়াবহ সব দাবি, যার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘দ্য কনজুরিং ইউনিভার্সেস'-এর একাধিক সিনেমা। জানা গিয়েছে, ভ্রমণের তৃতীয় দিনে গেটিসবার্গ শহরে হোটেল রুমে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ড্যান রিভেরা। দ্রুত চিকিৎসক ডাকা হয়। কিন্তু তাঁদের পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর। ঠিক কী কারণে তাঁর মৃত্যু, তা স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে বিষয়টি ঘিরে তদন্ত শুরু হয়েছে।