Pakistan Update: এই তো নিরাপত্তার হাল! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনই জঙ্গি হামলা পাকিস্তানে, সব মিলিয়ে কয়েক ঘণ্টায় মৃত… Updated: 20 Feb 2025, 07:44 AM IST Abhijit Chowdhury বহুবছর পরে ফের একবার পাকিস্তানে হচ্ছে কোনও এক আইসিসি প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচেই অবশ্য হারতে হয়েছে পাকিস্তানকে। এদিকে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও 'হার' হজম করতে হয়েছে পাকিস্তানকে।