মার্কিন হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে শুক্রবার একটি প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বাঙালি ও হিন্দুদের গণহত্যা করেছিল।
ইন্দো-আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্য়ান সিভ ছাবোত ওই প্রস্তাবনার কথা উল্লেখ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের বাহিনী। তাঁদের স্পষ্ট কথা।
ওই গণহত্যার ঘটনার জেরে বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া দরকার বলেও উল্লেখ করা হয়েছে।
কংগ্রেসম্য়ান সিভ ছাবোত টুইট করে জানিয়েছেন,সেই গণহত্যার ঘটনা মুছে দেওয়া যায় না অগণিত মানুষের মন থেকে। এই ধরনের ঘটনা ভোলাও যায় না. সহ্যও করা যায় না। তাঁর সংযোজন ৭১ সালে বাংলাদেশের ওই গণহত্যা ভোলার নয়। ওহিয়োতে আমার হিন্দু জনপ্রতিনিধি রো খান্নার কাছ থেকে জেনেছি বাঙালি ও হিন্দুদের উপর যে গণ অত্যাচার হয়েছিল তা গণহত্যাই।
তাঁর দাবি, যেটা এখন বাংলাদেশ, সেটা তখন পূর্ব পাকিস্তান ছিল। সেখানে ৭১ সালে মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে ৮০ শতাংশ হিন্দুকে খুন করা হয়েছিল। অন্যান্য গণহত্যার মতোই ওটাও ছিল একটি গণহত্যা।