পহেলগাঁও জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করল ভারত সরকার। বুধবার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তরফে যে তিনজনের ছবি প্রকাশ করা হয়েছে, তাতে একজনের পিঠে ছোট একটা ব্যাগ দেখা গিয়েছে। অপর একজনের মুখে দেখা গিয়েছে চাপদাড়ি। তৃতীয় যে সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে, সে বাকি দু'জনের তুলনায় কিছুটা শীর্ণকায় ছিল। আর সেই সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, ‘সন্ত্রাসবাদের সামনে মাথা ঝুঁকিয়ে নেবে না ভারত। এই কাপুরুষোচিত জঙ্গি হামলার পিছনে যারা আছে, তাদের ছাড়া হবে না।’
আজ বৈসরন উপত্যকায় আসেন শাহ
তারইমধ্যে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় আসেন। আধিকারিকরা জানিয়েছেন, পহেলগাঁওয়ে যাঁদের মৃত্যু হয়েছে, বুধবার শ্রীনগরে তাঁদের শেষ শ্রদ্ধা জানিয়ে হেলিকপ্টারে করে প্রায় ১১০ কিলোমিটার দূরে বৈসরন উপত্যকায় আসেন শাহ। ঠিক কী ঘটনা ঘটেছিল, কীভাবে হামলা চালানো হয়েছিল, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিতভাবে জানান সুরক্ষা বাহিনীর আধিকারিকরা।
পহেলগাঁওয়ের হামলার দায় স্বীকার TRF-র
সূত্রের খবর, ওই হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অনেকেই মনে করছেন যে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন, সেটার সঙ্গে পহেলগাঁও জঙ্গি হামলার যোগসূত্র আছে।
রাগে রক্ত ফুটছে, ক্ষোভে ফেটে পড়ছে ভারত
বিষয়টি নিয়ে অবশ্য সরকারিভাবে কিছু জানানো না হলেও রাগে ফুটছে পুরো দেশ। এক নেটিজেন বলেছেন, ‘যদিও এখন আপনার রক্ত না ফোটে, তাহলে জানি না কীসে সেরকম হবে?’ অপর একজন বলেছেন, ‘কখনও এটা ভুলব না, কখনও মাফ করব না।’ অনেকেই দাবি তুলেছেন, যে জঙ্গিরা এরকম হামলা চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে চরম শাস্তি দেওয়া হোক। একজনকেও যাতে রেয়াত না করা হয়, সেই আর্জি জানিয়েছেন তাঁরা।
তারইমধ্যে পহেলগাঁও হামলা নিয়ে বুধবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, মঙ্গলবার জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পরে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় নৌসেনার প্রধান দীনেশ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন। সেখানে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।