বিয়ের কয়েকদিনের মধ্যে পিতৃহারা হলেন Oyo রুমের প্রতিষ্ঠাতা রীতেশ আগরওয়াল। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁওয়ের বহুতলের ২০ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে রীতেশের বাবা রমেশের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে ২০ তলা থেকে তিনি পড়ে গিয়েছেন, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। শীঘ্রই পুরো ঘটনা বিবৃতি জারি করা হবে বলে ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদনে জানানো হয়েছে।
'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁওয়ের একটি বহুতলে স্ত্রী'র সঙ্গে থাকতেন রমেশ। তবে ওই বহুতলে থাকতেন না Oyo রুমের প্রতিষ্ঠাতা রীতেশ। যিনি দিনকয়েক আগেই বিয়ে করেছেন। নয়াদিল্লিতে রিসেপশনে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সফটব্যাঙ্কের চেয়ারম্যান মায়োশি সন এবং অন্যান্য শিল্পপতিরা। মায়োশির পায়ে হাত দিয়ে রীতেশ এবং তাঁর স্ত্রী যে প্রণাম করেছিলেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু সেই সুখের মুহূর্তের মধ্যে বাবার প্রয়াণে দুঃস্বপ্ন নেমে এল রীতেশদের জীবনে।
আরও পড়ুন: বিয়েতে এলেন Softbank-র জাপানি CEO, বিনিয়োগকারীকে প্রণাম OYO কর্তা ও তাঁর স্ত্রীর
বাবার প্রয়াণের পর Oyo রুমের প্রতিষ্ঠাতা রীতেশ বলেছেন, 'অত্যন্ত বেদনার সঙ্গে আমার পরিবার এবং আমি জানাচ্ছি যে ১০ মার্চ আমাদের পথপ্রদর্শক এবং অনুপ্রেরণা তথা আমার বাবা শ্রী রমেশ আগরওয়াল প্রয়াত হয়েছেন। উনি একটা সম্পূর্ণ এবং আনন্দে পরিপূর্ণ জীবন কাটিয়েছিলেন। প্রতিদিন উনি আমাদের অনুপ্রেরণা জোগাতেন। তাঁর প্রয়াণে আমাদের পরিবারের বড় ক্ষতি হয়ে গেল। আমার বাবার হাত ধরে আমরা আমাদের কঠিন সময় কাটিয়ে উঠেছিলাম। উনি যা বলতেন, তা আমাদের হৃদয়ে খোদাই করা থাকবে। এই শোকের সময় প্রত্যেককে পরিবারের গোপনীয়তা প্রতি সম্মান বজায় রাখার আর্জি জানাচ্ছি।'