নির্মলা সীতারামন। (ছবি সৌজন্যে পিটিআই)
কোনও পণ্যের উপর নয়া কর বসানো হচ্ছে না। জিএসটি পরিষদের বৈঠকের পর এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইসঙ্গে তিনি জানালেন, সময়ের অভাবে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়নি।
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পৌরহিত্যে জিএসটি পরিষদের ৪৮ তম বৈঠক হয়। সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, '৪৮ তম জিএসটি পরিষদের বৈঠকে কোনও পণ্যের কর বাড়ানো হচ্ছে না। কোনও নয়া কর কাঠামো চালু করা হয়নি। যে যে ক্ষেত্রে কোনও বিষয়ের ব্যাখ্যা নিয়ে ধন্দ ছিল, তা কাটানোর জন্য যাবতীয় আলোচনা হয়েছে।'
তবে শনিবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন জানান, সময়ের অভাবে জিএসটি পরিষদের বৈঠকে ১৫ টি বিষয়ের মধ্যে মাত্র আটটি বিষয় নিয়ে আলোচনা করা গিয়েছে। কীভাবে পান মশালা এবং গুটখার ব্যবসায় করফাঁকির বিষয়টি রোখা যায়, তা নিয়েও আলোচনা করা হয়নি। আলোচনায় ওঠেনি জিএসটির জন্য আপিল ট্রাইবুনাল গঠনের বিষয়টিও।
জিএসটি পরিষদের বৈঠকে আর কী কী তথ্য উঠে এসেছে?
আরও পড়ুন: ITR Notice: সময় মতো আয়কর রিটার্ন জমা দিয়েও হাতে পেয়েছেন নোটিশ? জেনে নিন কী করবেন?
উল্লেখ্য, 'এক দেশ, এক কর - জিএসটি' -র আমলে নিয়ে সব সিদ্ধান্ত নেয় জিএসটি পরিষদ। যে পরিষদের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই পরিষদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা থাকেন। আজ সেই পরিষদের ৪৮ তম বৈঠক ছিল। গত জুনে পরিষদের ৪৭ তম বৈঠক হয়েছিল। সেইসময় এলইডি ল্যাম্প, হিটার-সহ একাধিক পণ্যের দামের হেরফের হয়েছিল। যে নয়া হার ১৮ জুলাই থেকে কার্যকর হয়।