নিট ইউজির প্রশ্নফাঁস ও অনিয়ম ঘিরে তদন্তে সদ্য নেমেছে সিবিআই। তদন্তে নেমেই হাজারিবাগে একের পর এক সূত্র ধরে নিটকাণ্ডে গ্রেফতারি চালায় সিবিআই। সদ্য এই ৪ মেডিক্যাল পড়ুয়াকে আটক করে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নিট কাণ্ডে এবার এইমসের স্নাতক পড়ুয়া সিবিআইয়ের জালে। প্রতীকী ছবি (PTI Photo/Shahbaz Khan) (PTI07_08_2024_000131A)
নিট কাণ্ডে সদ্য এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রশ্ন চুরির অভিযোগে, তাঁকে গ্রেফতার করা হয়েছে। এরপর সেই গ্রেফতারির পর পাটনার এইমস থেকে ৪ জন স্নাতকস্তরের পড়ুয়াকে আটক করেছে সিবিআই। উল্লেখ্য, কিছু দিন আগেই পাটনা থেকে পঙ্কজকে গ্রেফতার করে সিবিআই। এনআইটি জামশেদপুরের ছাত্র পঙ্কজের বিরুদ্ধে অভিযোগ, এনটিএর ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করার। এরপরই পাটনা এইমসের এই ৪ মেডিক্যাল পড়ুয়াকে আটক করা হয়েছে।
নিট ইউজির প্রশ্নফাঁস ও অনিয়ম ঘিরে তদন্তে সদ্য নেমেছে সিবিআই। তদন্তে নেমেই হাজারিবাগে একের পর এক সূত্র ধরে নিটকাণ্ডে গ্রেফতারি চালায় সিবিআই। সদ্য এই ৪ মেডিক্যাল পড়ুয়াকে আটক করে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ২০২১ সালের পাটনা এইমসের ব্যাচ থেকে এই আটকদের মধ্যে অনেকেই রয়েছেন। আটক হওয়া পড়ুয়াদের মধ্যে ৩ জন তৃতীয় বর্ষের পড়ুয়া ও ১ জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তিন আটক হওয়া পড়ুয়ার বাড়ি বিহারে, আর ১ জনের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদে। ধৃতদের জেরা শুরু হয়েছে। তাঁদের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।